রিপোর্ট :রুমান খাঁন : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দেউড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উভয় পক্ষের ১১ জন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দেউড়া গ্রামের প্রভাবশালী ‘কালার গোষ্ঠী’ ও ‘ধন মিয়া গোষ্ঠীর’ মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।.
.
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এই বিরোধের জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে কালার গোষ্ঠীর সদস্য মাসুক মিয়া (৪০) গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকাল থেকে শুরু হওয়া এই উত্তেজনা জুম্মার নামাজের পর আবারও ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা দেখা দেয়। এমন পরিস্থিতিতে সরাইল আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট মারুফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি দল দেউড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ধন মিয়ার গোষ্ঠীর ৪ জন এবং কালার গোষ্ঠীর ৭ জন নারীকে গ্রেপ্তার করা হয়।.
.
গ্রেপ্তারকৃতরা হলেন: ১. নাসিমা আক্তার, ২. আরিদা আক্তার পাখি, ৩. শারমিন আক্তার, ৪. শাহজাদি বেগম, ৫. চাদনী, ৬. রীনা বেগম, ৭. শিউলি আক্তার, ৮. হেনা আক্তার, ৯. জোসনা বেগম, ১০. সমরাজ বেগম এবং ১১. ছবিকুন্নাহার।
অভিযানকালে এলাকা থেকে বেশ কিছু লাঠিসোটা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূইয়া জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: