• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ২৭ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সরকারি খাল দখল করে আওয়ামীলীগ নেতার কালভার্ট নির্মান


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:০৬ পিএম;
সরকারি খাল দখল করে আওয়ামীলীগ নেতার কালভার্ট নির্মান
সরকারি খাল দখল করে আওয়ামীলীগ নেতার কালভার্ট নির্মান

‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে সরকারি খাল দখল করে আওয়ামী লীগ নেতা অপরিকল্পিত কালভার্ট নির্মান করে পানি চলাচলে বাঁধার সৃষ্টি করার অভিযোগ।.

 .

‎উপজেলার পুর্ব চর মাটিন এলাকা তোরাবগঞ্জ-মতিরহাট সড়কের পাশে মুন্সির খালের উপর মনগড়া অপরিকল্পিত কালভার্ট নির্মানে বর্ষায় পানিবন্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। খালে প্রস্থ বিভেচনা না করেই খালের মধ্যে পিলার বসিয়ে নির্মানাধীন কালভার্ট নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। চর মার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী প্রভাব খাটিয়ে এই কালভার্ট নির্মানে দুর্ভোগ পোহাতে হবে বলে স্থানীয়রা দাবি করেন। নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, বিগত দিনেও এই চৌধুরীর অত্যাচারে স্থানীয়রা অতিষ্ঠ। গত বছরও পানিবন্ধি হয়ে অনেক কষ্ট পোহাতে হয়েছে আমাদের। এই কালভার্ট নির্মানের দায়িত্বে নেই কোন ইঞ্জিনিয়ার তিনি মনগড়াভাবে করছে। এতে করে আগামী দিনের আরো বেশি পানিবন্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।.

‎.

‎অভিযুক্ত চৌধুরির কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি রকি মেম্বারের সাথে কথা পুল নির্মান করতেছি। এর আগেও অনেকেই করেছে তাই আমিও করছি।.

 .

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরাফাত হোসাইন বলেন, আমি এবিষয়ে খবর নিচ্ছি। বেআইনি কোন কিছু হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। . .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ