 
             
			
           
 মুহাম্মদ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ (সিলেট) : বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদির এর নিঃশর্ত মুক্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই এই লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলার সকল জনশক্তিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক কর্মী সমাবেশ। .
২৮ শে অক্টোবর বৃহস্পতিবার বেলা ২ঘটিকায় উপজেলার নতুন বাজারস্থ সেবা কমিউনিটি সেন্টারে উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম- মহাসচিব ও সিলেট ২- আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ মুনতাসির আলী।.
বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা খেলাফত মজলিসের সহ- সাধারণ সম্পাদক ও সিলেট ৩- আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মাওলানা মোহাম্মদ দিলওয়ার হোসেইন, সিলেট জেলা খেলাফত মজলিসের সহ -সাধারণ সম্পাদক হযরত মাওলানা ওলিউর রহমান, .
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম। .
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন , ধর্মীয় ও নৈতিক শিক্ষা ছাড়া সমাজ ও দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই দেশকে সুন্দর ও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মানুষদেরকে সংশোধন হতে হবে।.
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা শরীফ আহমদ, আনহার বিন সাঈদ,হাফিজ মাওলানা রাশীদ আহমদ শিকদার, আবু সুফিয়ান,জাহেদ আহমদ, ফাহিম আহমদ রিপন,লোকমান আহমদ প্রমূখ। .
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন হাফিজ মাওলানা জিয়াউর রহমান আনছারী ও হাফিজ মোহাম্মদ রাজু আহমদ। পরিশেষে সংগঠনকে শক্তিশালী করতে নবগঠিত বিশ্বনাথ পৌরশাখা খেলাফত মজলিসের ২৫ সদস্য বিশিষ্ট কমিটির দায়িত্বশীলদের নাম ঘোষনা করেন আলহাজ মোহাম্মদ দিলওয়ার হোসেইন।.
সভা শেষে মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা ওবায়দুল হক।. .
ডে-নাইট-নিউজ / মুহাম্মদ সায়েস্তা মিয়া
.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									.webp) 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									
আপনার মতামত লিখুন: