• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ২৭ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আজ ধরম চাঁদ গুপ্তের প্রথম মৃত্যুবার্ষিকী


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:২০ এএম;
আজ ধরম চাঁদ গুপ্তের প্রথম মৃত্যুবার্ষিকী
আজ ধরম চাঁদ গুপ্তের প্রথম মৃত্যুবার্ষিকী

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:.

দিনাজপুরের ফুলবাড়ী পৌরএলাকার চকচকা মৌজাস্থ কাটিহারধর ব্রিজ সংলগ্ন নিবাসী প্রয়াত ইলেক্ট্রিক মিস্ত্রি স্বর্গীয় ধরম চাঁদ গুপ্ত (বুচুন) এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ (২৬ জানুয়ারি).

২০২৪ সালের এইদিন রাত আনুমানিক ১০ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোক গমন করেন।.

তিনি স্বর্গীয় শ্যাম লাল গুপ্তের ছেলে এবং ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক  মানবিক সংগঠন আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা  সাবেক সভাপতি প্লাবন শুভ এবং পুলক গুপ্ত এর পিতা এবং ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের সহকারী অধ্যাপকফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি  দৈনিক ইত্তেফাক সংবাদদাতা সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু এর বড়ভাই ছিলেন।.

মৃত্যুকালে তিনি স্ত্রীএকমেয়েদুইছেলেনাতনিভাইবোনসহ বহুসংখ্যক আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।.

মৃত্যুবার্ষিকীতে স্বর্গীয় ধরম চাঁদ গুপ্ত আত্মার শান্তি কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে সত্য নারায়ণ পূজাসহ সন্ধ্যায় শ্রী শ্রী ভগবত গীতা পাঠ  হরিনাম কীর্তনের আয়োজন করা হয়েছে।. .

ডে-নাইট-নিউজ /

শোক-সংবাদ বিভাগের জনপ্রিয় সংবাদ