কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের উদ্যোগে গণভোটে ‘হ্যাঁ’ এর প্রচারে উঠান বৈঠকে হামলা করেছে বিএনপির কর্মীরা। উপজেলার উজিরপুর ইউনিয়নের ভাটবাড়ি গ্রামে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। হামলাকারীরা বীর মুক্তিযোদ্ধা আকতারুজ্জামানের গাড়ি ভাংচুর, একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ ও কয়েকটি ককটেল নিক্ষেপ করে আতঙ্ক ছড়িয়ে দেয়। .
.
স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারে জামায়াতের উদ্যোগে মঙ্গলবার রাতে উজিরপুর ইউনিয়নের ভাটবাড়ি দক্ষিণ পাড়ায় মাওলানা আবদুল করিমের বাড়িতে উঠান বৈঠক বসে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর বীর মুক্তিযোদ্ধা মোঃ আকতারুজ্জামান। এতে অংশ নেয় ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা জিল্লুর রহমানসহ ওই গ্রামের নেতাকর্মীরা। খবর পেয়ে বিএনপির কর্মীরা একত্রিত হয়ে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এক পর্যায়ে তারা বীরমুক্তিযোদ্ধা আকতারুজ্জামানের ব্যবহৃত মাইক্রোবাস ভাংচুর, মাওলানা জিল্লুর রহমানের মোটর সাইকেলে অগ্নিসংযোগ করে। এছাড়া তাদের ইটপাটকেল নিক্ষেপে জামায়াতের কয়েকজন আহত হয়। হামলার সংবাদ শুনে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। .
.
হামলার বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু বলেন, আমাদের কেউ এ ঘটনা করেনি। জামায়াত নিজেরা ঘটনা সৃষ্টি করেছে। উত্তরাঞ্চলে ঘটনা ঘটিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যস্ত রাখায় ব্যস্ত তারা। .
.
উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন বলেন, জনবিচ্ছিন্ন বিএনপি কর্মীরা তাদের নেতার নির্দেশে জামায়াত-শিবির নেতাকর্মীর উপর হামলা ও অফিসে অগ্নিসংযোগ করেছে। মানুষ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এ হামলার জবাব দিবে বলেও দাবি করেন তিনি। .
চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক তদন্ত মোঃ গুলজার আলম বুধবার দুপুরে বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে’।.
.
ডে-নাইট-নিউজ / কে.এম.আহসান উল্ল্যা: কুমিল্লা চৌদ্দগ্রাম প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: