লক্ষ্মীপুর প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে মাদক ব্যবসায়ীদের হামলায় কলেজছাত্র আশরাফুল ইসলাম হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। .
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এরআগে শুক্রবার গভীর রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন ভুলতা গাউছিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। .
তারা হলেন, রায়পুরের উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মোস্তফা বেপারীর ছেলে এজাহারনামীয় ৬ নম্বর আসামি শাকিল বেপারী (২৩), ৭ নম্বর আসামি সোহাগ বেপারী (১৯) ও মোস্তফা পাটওয়ারীর ছেলে ৮ নম্বর আসামি মোক্তার পাটওয়ারী (২০)।.
.
ভিকটিম আশরাফুল রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরবংশী গ্রামের আজিজুল হকের ছেলে ও রায়পুর রুস্তম আলী কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র।.
.
র্যাব জানায়, গত ১৪ জানুয়ারি রাতে কলেজছাত্র আশরাফুল ইসলামের উপর স্থানীয় মাদকসেবী ও কিশোরগ্যাং সদস্য নাহিদ ব্যাপারী ও শাহিন বেপারীর নেতৃত্বে হামলা করা হয়। তাকে মৃত ভেবে পালিয়ে যায় হামলাকারীরা। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। গুরুতর হওয়ায় তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে তার মৃত্যু হয়।.
.
হামলার ঘটনায় গত ১৬ জানুয়ারি দুপুরে আশরাফুলের বাবা আজিজুল হক বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬ জনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা দায়ের করেন। হত্যাকারীদের গ্রেপ্তারে র্যাব অভিযান চালিয়ে এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করে রায়পুর থানায় হস্তান্তর করে।.
.
এজাহারে বাদি উল্লেখ করেন, কিছুদিন আগে শাহিনসহ তিনজনকে মাদকসহ গোয়েন্দা পুলিশ আটক করে। শাহিন সন্দেহ করে আশরাফুল তথ্য দিয়ে তাকে ধরিয়ে দেয়। এতে ১৪ জানুয়ারি জামিনে মুক্ত হয়ে এসেই সে সঙ্গীদের নিয়ে আশরাফুলের ওপর হামলা চালায়। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: