 
             
			
           
 দিদারুল আলম জিসান : কুমিল্লা রিজিয়নের - কক্সবাজারের রামু ক্রসিং তুলাবাগান হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস 22 অক্টোবর শুক্রবার 2021 সকাল 10 ঘটিকায় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাজি নাজমুল হক এর নেতৃত্বে -- দিবসটি যথাযথ ভাবে পালন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রামু ক্রসিং হাইওয়ে থানার এস আই মুজিবুর রহমান -এসআই জয়নাল আবেদীন - এ এস আই বিশ্বরূপ ও হাইওয়ে পুলিশের অন্যান্য সদস্য সহ --বাস পিকআপ মিনি ট্রাক কার সিএনজিসহ মালিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসচেতন মূলক উদ্দেশ্যে - যানবাহন চালক ও পথচারীদের বোঝানো হয়েছে- যানবাহনের চালকরা নিরাপদ ভাবে গাড়ি চালিয়ে গন্তব্য স্থানে যেন পৌছাতে পারে যাত্রীদেরক নিয়ে ।.
সেই বিষয়টির উপর সবাইকে সচেতন করা হয়েছে। মূলত যানবাহন চালকদের কারণে হাইওয়ে মহাসড়কে অকালে ঝরে যাচ্ছে হাজার হাজার তাজা প্রাণ। একটি দুর্ঘটনা যেন সারা জীবনের কান্না না হয় সে বিষয়ে যথাযথভাবে চালকদের সতর্ক থাকা অত্যন্ত জরুরী । জাতীয় নিরাপদ সড়ক দিবসে সবাই যদি শপথ গ্রহণ করে - আগামীর হাইওয়ে মহাসড়ক হবে নিরাপদ সড়ক। নিরাপদ সড়কচাই- নিরাপদ সড়ক চাই --মুখরিত হবে এই শ্লোগান__ লাখ লাখ মানুষের জীবন বাচাই- নিজেও বাঁচি অন্যকেও বাছাই - সেটাই হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবসের স্লোগান। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। জীবনের আগে জীবিকা নয়। -- জাতীয় নিরাপদ সড়কের স্লোগান। পরে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের একটি টিম পথযাত্রা রেলি বের হয়ে- তুলাবাগান হাইওয়ে থানার সামনে থেকে তুলাবাগান হাইওয় সড়ক সংলগ্ন-তুলাবাগান বাজার _ দোয়াপালং হাইওয়ে সড়ক সংলগ্ন বাজার -রামু-মরিচ্যা তিন রাস্তার মোড় হাইওয়ে সড়ক সংলগ্ন বাজার -এবং দক্ষিণ মিঠাছড়ি হাইওয়ে সড়ক সংলগ্ন বাজার কাঠির মাথা হাইওয়ে সড়ক সংলগ্ন বাজার। চেইন্দা ও চাইল্লাতলী হাইওয়ে সড়ক সংলগ্ন বাজার । লিং রোড টেকনাফ হাইওয়া সড়ক সংলগ্ন স্টেশনে-- চট্টগ্রাম-কক্সবাজার বাংলা বাজার হাইওয় সড়ক সংলগ্ন বাজার সহ- রামু ক্রসিং হাইওয়ে থানার পুরো এরিয়াতে রেলি পথযাত্রা করে _ বিভিন্ন যানবাহন চালক যাত্রী ও পথচারীদের কাছে লিফলেট বিতরণের মাধ্যমে জাতীয় নিরাপদ সড়ক দিবসের জন্য সচেতনামূলক কার্যক্রমের সমাপ্তি ঘটে ।. .
ডে-নাইট-নিউজ / দিদারুল আলম জিসান
.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									.webp) 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									
আপনার মতামত লিখুন: