কমলনগর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে ৩৮ বছর ইমামতির পর ইমামকে টাকার মালা দিয়ে বিদায়ী সংবর্ধনা দিলেন স্থানীয় সমাজবাসী। উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ ছেরাজ আমিন জামে মসজিদের মুসল্লীদের উদ্যোগে বিরল এ সম্মাননা প্রদান করা হয়েছে মসজিদের খতিবকে। .
.
শুক্রবার জুমআ'র নামাজ শেষে শতশত মুসল্লি মসজিদে উপস্থিত হয়ে দীর্ঘদিনের সহজ সরল আমল আখলাকে গুণান্বিত ইমাম মাওলানা আবদুজ জাহেরকে বিদায় দেন।.
.
এ সময় মসজিদের এলাকায় বসবাসরত অসংখ্য মুসল্লি শিশু কিশোর আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। পর্দানশীন নারীরাও ইমামের শূন্যতা অনুভব করে আপ্লুত হন।.
বিদায়ী ইমাম মাওলানা আবদুজ জাহেরও তখন আপ্লুত হন।.
.
বিদায়কালে তিনি সমাজবাসীর জন্য মহান রবের নিকট দোয়া মোনাজাত করেন এবং মৃত্যু অব্ধি সর্বদাই সমাজবাসীর সাথে মসজিদের খেদমতে নিবেদিত থাকবেন বলে ঘোষণা করে,নব নিযুক্ত ইমাম মাওলানা আবু তাহেরকে বরণ করে নেন।.
.
উল্লেখ্য যে, মাওলানা আবদুজ জাহেরের পূর্বে তাঁর বাবা মরহুম ফরিদ উদ্দিন মুন্সিও একই মসজিদে দীর্ঘদিন পর্যন্ত ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: