• ঢাকা
  • শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রাঙ্গুনিয়া পারুয়া একতা সংঘের উদ্যেগে শ্রীশ্রী গণেশ পূজার আমন্ত্রন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ০৮ সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ১০:৩২ এএম;
রাঙ্গুনিয়া পারুয়া একতা সংঘের উদ্যেগে শ্রীশ্রী গণেশ পূজার আমন্ত্রন
রাঙ্গুনিয়া পারুয়া একতা সংঘের উদ্যেগে শ্রীশ্রী গণেশ পূজার আমন্ত্রন

রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া সাহাব্দীনগর একতা সংঘের উদ্যেগে প্রতিবছরের ন্যায় এবারেও শ্রীশ্রী গণেশ পূজার আয়োজন করেছেন ৷আগামী ২৩ ও ২৪ ভাদ্র ৯ ও ১০ সেপ্টেম্বর (বৃহস্পতি ও শুক্রবার ) দুইদিন ব্যাপী অনুষ্টান মালায় প্রথমদিন শ্রীশ্রী গণেশ দেবের প্রতিমা স্থাপন ,শুভ অধিবাস এবং সন্ধ্যারতি অনুষ্টিত হবে ৷১০ সেপ্টেম্বর শ্রীশ্রী গণেশ পূজা ,পুস্পাঞ্জলী প্রদান এবং  পবিত্র শ্রীমদ্ভগবত গীতা পাঠের আয়োজন করা হয়েছে ৷.

শ্রীমদ্ভগবত গীতামৃত পরিবেশন করবেন চট্টগ্রাম হাটহাজারীস্থ শিকারপুর শ্রীশ্রী গৌরাঙ্গ বাড়ি'র পরম পূজনীয় বৈঞ্চব শ্রীমৎ স্বরুপ দাস বাবাজী ৷ শ্রী শ্রী গণেশ পূজায় আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরন করা হবে ৷.

দুৃইদিন ব্যাপী শ্রীশ্রী গণেশ পূজার প্রতিটি পর্বে উপস্থিত থেকে পূজার   আশিষ গ্রহন করে নিজ দেহমন পবিত্রতার পরিশুদ্ধতায় রাঙ্গিয়ে তুলে আনন্দবাজারের মহাপ্রসাদ ,গীতামৃত কৃঞ্চপ্রসাদ গ্রহনে সকলের প্রতি বিনিত নিমন্ত্রন জানিয়েছেন পূজা পরিচালনা পরিষদের সভাপতি শ্রী মিঠুন দাশগুপ্ত এবং সাধারন সম্পাদক শ্রী রাজীব নন্দী ৷. .

ডে-নাইট-নিউজ /  শ্রীকান্ত চৌধুরী ,রাঙ্গুনিয়া

ধর্ম বিভাগের জনপ্রিয় সংবাদ