• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

দেশের বিভিন্নস্থানে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে ফুলবাড়ীতে নিরব মানববন্ধন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৪:০৭ পিএম;
দেশের বিভিন্নস্থানে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে ফুলবাড়ীতে নিরব মানববন্ধন
দেশের বিভিন্নস্থানে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে ফুলবাড়ীতে নিরব মানববন্ধন

দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শুক্রবার দেশের বিভিন্ন জেলায় হিন্দুদের মন্দির-ঘরবাড়ি ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগসহ নিরীহ হিন্দুদের হত্যার ঘটনা বন্ধ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিরব মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 
    সকালে ফুলবাড়ী রামকৃষ্ণ সেবা আশ্রমের উদ্যোগে আশ্রমের সম্মুখ ফুলবাড়ী-চিন্তামন সড়কে ঘণ্টাব্যাপী নিরব মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
    এসময় রামকৃষ্ণ সেবা আশ্রমের সভাপতি প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন সুবাস চন্দ্র, রতন চক্রবর্তী, সমরেন্দ্র কুমার সাহা, প্রবীর দত্ত, সঞ্জিব কুমার চক্রবর্তী, সুজন সরকার, নারায়ন শর্মা, ব্রজেন্দ্র রায়সহ ২ শতাধিক হিন্দ্র সম্প্রদায়ের নেতৃবৃন্দ প্রমুখ। 
    রামকৃষ্ণ সেবা আশ্রমের সভাপতি প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী বলেন, রামকৃষ্ণ মিশন বাংলাদেশের আহবানে সারাদেশ একযোগে নিরব মানবন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। আমাদের উদ্দেশ্য বাংলাদেশে আমরা সবাই সম্প্রীতির মধ্যদিয়ে বসবাস করতে চাই।     এ দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে আগামীতে  বসবাস করতে পারি সে উদ্দেশ্যে আমাদের এই নিরব মানবন্ধন কর্মসূচি।  
 .

.

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

ধর্ম বিভাগের জনপ্রিয় সংবাদ