বিশ্বনাথ প্রতিনিধিঃ যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বনাথে পবিত্র ঈদে মিলাদুন্নবীর আনুষ্ঠানিকতা পালন করা হয়েছে। সোমবার ১৬ সেপ্টেম্বর সকাল থেকে উপজেলার ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও মসজিদ মাদ্রাসা এবং সুন্নি আকিদায় বিশ্বাসী জনসাধারণের উদ্যোগে আলোচনা, র্যালী, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে দিবসটি উৎযাপন করা হয়। .
.
প্রায় দেড়হাজার বছর আগে এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর শুভ আগমন ঘটে । এই দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। ৫৭০ খ্রীস্টাব্দের এই দিনে (১২ রবিউল আউয়াল) আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্মের আগে গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। ওই সময় আরবের মানুষ মহান আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃংখলা। এ যুগকে বলা হতো ‘আইয়ামে জাহেলিয়াত’র যুগ। তখন মানুষ হানাহানি, মারামারি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং মূর্তিপূজা করতো। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহতাআলা রাসুল্লুাহ (সা.)-কে দুনিয়ায় প্রেরণ করেন।.
.
মহানবীর জন্মদিন বিশ্বব্যাপী আনন্দের সাথে পালনের পাশাপাশি বাংলাদেশে ও পালন করা হয়। বাংলাদেশের বিভিন্ন স্থানের ন্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলা মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়েছে আজ। সোমবার দুপুর দুইটায় বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাসরাসার সম্মুখ থেকে র্যালী বের করে বিশ্বনাথ পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আলিয়া মাদরাসায় ফিরে এক আলোচনা সভায় মিলিত হয়।.
.
র্যালীতে এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ আরব খান, উপজেলা আল-ইসলার সভাপতি মাওলানা আখতার আলী, পৌর আল-ইসলাম সভাপতি তালুকদার মোহাম্মদ ফয়জুল ইসলাম, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান সহ অন্যান্যরা।.
.
অপরদিকে উপজেলার লামাকাজি ইউনিয়নের সৎপুর কামিল মাদ্রাসা, ভুরকি মাদ্রাসা, দূর্লভপুর দাখিল মাদ্রাসা, খাজাঞ্চি ইউনিয়নে প্রতাপুর মাদ্রাসা, খাজাঞ্চি গাঁও মাদ্রাসা, আকিলপুর গ্রামবাসীর উদ্যোগে, উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, রাজাগঞ্জ বাজার এলাকাবাসী সহ অন্যান্য প্রতিষ্ঠান ভিত্তিক পবিত্র ঈদে মিলাদুন নবীর র্যালী, আলোচনা ও দোয়া মাহফিল পালন করা হয়েছে। .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: