• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ; ০৮ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্ববিদ্যালয়ের তিন দিন ব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠানের ১ম দিন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ০৭ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৪৫ পিএম;
বিশ্ববিদ্যালয়ের তিন দিন ব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠানের ১ম দিন
বিশ্ববিদ্যালয়ের তিন দিন ব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠানের ১ম দিন

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনদিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠানের ধারাবাহিকতায় "সফল যারা কেমন তাঁরা" আয়োজিত ১ম দিনের অধিবেশনে উপস্থিত হবিগঞ্জের জেলা প্রশাসক.


হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বুধবার (৭ জানুয়ারি) ওরিয়েন্টেশন অনুষ্ঠান ঘিরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনুষ্ঠানের অংশ হিসেবে সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের লেভেল-১ সেমিস্টার-১ এ ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের ‘সফল যারা কেমন তাঁরা’ আয়োজিত অধিবেশনে মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রথম দিনে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। অধিবেশটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের এন্টোমলজি বিভাগের প্রভাষক, ঈশিতা মন্ডল। বিশেষ বক্তার বক্তব্যে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তিনি বলেন,  নিয়মশৃঙ্খলার প্রতি যত্নশীল হতে  এবং একজন ভালো শিক্ষার্থী হওয়ার আগে ভালো মানুষ হওয়ার প্রতি গুরত্ব প্রদান করেন।.

 .

তিনি শিক্ষার্থীদের সামনে তাঁর বাস্তব জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং অনুপ্রেরণামূলক বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন করেন। এছাড়া নবীন শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং নবাগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ। অধিবেশন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে সম্মাননা উপহার ও স্মারকলিপি প্রদান করেন। অধিবেশনটির দ্বিতীয় দিনের আয়োজনে উপস্থিত থাকবেন জেলা আনসার ও ভিডিপি অফিসের জেলা কমান্ড্যান্ট, মজিবুল হক।.


 .

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ