• ঢাকা
  • শুক্রবার, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ; ০৯ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে ৫ জন আটক,৫৫ হাজার টাকা ও ২টি মটরসাইকেল জব্দ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৫০ পিএম;
ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে ৫ জন আটক,৫৫ হাজার টাকা ও ২টি মটরসাইকেল জব্দ
ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে ৫ জন আটক,৫৫ হাজার টাকা ও ২টি মটরসাইকেল জব্দ

ফুলবাড়ী,দিনাজপুর থেকে: দিনাজপুরের ফুলবাড়ীতে ডিবি পুলিশের পরিচয় দিয়ে চাঁদা গ্রহণের অভিযোগে  ৫জনকে আটক ও ৫৫ হাজার টাকাসহ দুইট মটরসাইকেল জব্দকরেছে  যৌথবাহিনী। এবিষয়ে ভুক্তভোগীআশিদুল হক ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। .

 .

আটককৃতরা হলেন, ফুলবাড়ী উপজেলার রশিদপুর গ্রামের জালাল উদ্দিনের পুত্র সাজু মিয়া (২৮), কড়াই গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র তুহিন রেজা (৩০), আমড়া গ্রামের ইউনুস আলীর পুত্র জুলফিকার আলী (৩০),  সোনাপাড়া গ্রামের মকবুল হোসেনের পুত্র মোসাদ্দেক হোসেন (৩৫) পৌর এলাকার পূর্ব গৌরিপাড়া গ্রামের জামিল হোসেনের পুত্র মাজেদুল ইসলাম মিঠু (৩৬)। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ জানান, আসামীগণ নিজেদেরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ৪টায়  উপজেলার রশিদপুর গ্রামের আব্দুল আজিজের পুত্র আশিদুল হক (৩৭) ও তার খালাতো ভাই হাবিবুর রহমানকে আটক করে গোপন জায়গায় রেখে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করেন। এর মধ্যে ৫০ হাজার টাকা তারা আদায় করতে সক্ষম হন। ফুলবাড়ী থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে আটককৃতদের উদ্ধার করেন এবং আপরাধের সাথে জড়িত ৫ জনকে আটক করা হয়। সেই সাথে তাদের কাছ থেকে ৫৫ হাজার টাকা দুইটি মটর সাইকেল জব্দ করা হয়।.

 .

আসামীদের বিরুদ্ধে বাদী হয়ে রশিদপুর গ্রামের আব্দুল আজিজের পুত্র আশিদুল হক (৩৭) একটি মামলা দায়ের করেছের। আজ বিকালে আটককৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়।  .

.

ডে-নাইট-নিউজ / মো. হারুন-উর-রশীদ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ