বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির সাবেক চেয়ারপার্সন প্রয়াত খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় সিলেটের বিশ্বনাথ উপজেলার পৌরসভার নতুন বাজার ব্যাবসায়ী সমিতির উদ্যোগে দোয়া মাহফিল ও সিলেট ২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী তাহসিনা রুশদির লুনার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। .
.
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে বিশ্বনাথ উপজেলার পৌরসভায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। .
.
দোয়া মাহফিল ও বিশ্বনাথ পৌর শহরে ব্যাবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিলেট ২ ( বিশ্বনাথ ওসমানীনগর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলীর পত্নী তাহসিনা রুশদির লুনা। এসময় তিনি তার বক্তব্যে বলেন, বিগত দিনে বিশ্বনাথে অভূতপূর্ব উন্নয়ন করেন আমার স্বামী এম ইলিয়াস আলী। সিলেটের মানুষ সহ বিশ্বের কাছে জননন্দিত নেতা হিসেবে পরিচিত হয়ে উঠেন তিনি। তার এমন জনপ্রিয়তায় বিগত ফ্যাসিস্ট সরকার তাকে গুম করে। দেশে গুমের একটি সংস্কৃতি চালু করে বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ। জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি। বর্তমান ও ভবিষ্যতে এই গুম সংস্কৃতির অবসান চায় জাতী। আসন্ন সংসদ নির্বাচনে বিগত দিনের ভুল শুধরে মারামারি কাটাকাটি ছাড়া আনন্দঘন পরিবেশে ভোট প্রয়োগের মাধ্যমে নতুন একটি সরকার গঠন করবে জাতী। আপনাদের মূল্যবান সমর্থন ও ভোটের মাধ্যমে আমরা সরকারের গেলে আপনাদের উন্নয়নে যত ধরনের প্রয়োজন তা বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রাখব। এসময় তিনি ব্যবসায়ীদের সমর্থন কামনা করেন। এম ইলিয়াস আলীর সন্ধান ও সদ্য প্রয়াত খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।.
.
খালেদা জিয়ার আত্মার মাগফেরাত ও জাতীর শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন বিএনপির নেতা জামাল উদ্দিন। .
.
বিশ্বনাথ নুতন বাজার ব্যাবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক নেহা গ্রুপের চেয়ারম্যান আব্দুল মতিন রনি'র সঞ্চালনায় সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে .
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মোঃ লিলু মিয়া সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গৌছ খাঁন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক প্রভাষক মুনায়েম খা্ন, সাবেক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সেবুল মিয়া, সাবেক মেয়র পদপ্রার্থী মুমিন খাঁন মুন্না, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাওছার খাঁন, ব্যবসায়ী সমিতির সহসভাপতি আঃ সাত্তার বক্সউল্লাহ,বাবুল মিয়া,নুর ইসলাম, ইব্রাহিম আলী, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সদস্য নুর ইসলাম, সেবুল মিয়া, সায়েদ মিয়া, জহির আলী, সামসুল ইসলাম, আনসার আলী, তোতা মিয়া, ফারুক মিয়া, অঞ্জন দে, মিজান আব্দুল আকিক,ছাব্বির আহমদ, সহ উপজেলা ও পৌর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: