
মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী,দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের পূর্ব চকমথুরা গ্রামের শ্মশান কালি মন্দিরে তান্ত্রিকের কবলে শ্যামাকালী! রাতের অন্ধকারে কেটে নেওয়া হয়েছে দেবীর মাথা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।.
.
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার প্রত্যন্ত গ্রাম পূর্ব চকমথুরা। প্রায় দুই দশক আগে এখানে প্রতিষ্ঠিত হয় শ্মশান শ্যামা কালি মন্দির। প্রতিবছরের মতো এবছরও যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে কালি পূজা। কিন্তু আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। সকালে মন্দিরে গিয়ে দেখা যায়, শ্যামা কালির মূর্তির মাথা নেই। কে বা কারা দেবীর মাথা ভেঙে নিয়ে গেছে এ নিয়ে চলছে নানা আলোচনা। স্থানীয়রা বলছেন, কোনো এক তান্ত্রিক এই কাজ করেছে। ইতোমধ্যে ফুলবাড়ী থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।.
.
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন বলেন, আমরা প্রতিদিন সকালে কালি মন্দিরে ধুপ ও আগরবাতী জালিয়ে আসি । আজ সকারে মন্দিরে গেলে দেখা যায়, কালির মাথা কাটা। পরে গ্রামবাসীকে জানালে সবাই মিলে ইউনিয়ন চেয়ারম্যানকে খবর দেই। পরে মন্দির কমিটির সাধারণ সম্পাদক ধর্মচন্দ্র রায় ফুলবাড়ী থানায় ফোন দিলে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মহিবুল ও ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মান্নান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।.
.
মন্দির কমিটির সাধারণ সম্পাদক ধর্ম চন্দ্র বর্মন বলেন, আমাদের এলাকায় কোন দিন কোন মন্দিরে কেউ আক্রমন করে নাই। আমরা সবাই সবার সাথে মিলে মিশে বসবাস করি। আমার ধারনা যাদুকর ও তান্ত্রিক এই কাজ করতে পারে। আমরা বিষয়টি তদন্তের দাবি জানাচ্ছি।.
ধর্ম চন্দ্র বর্মন,সাধারণ সম্পাদক, শ্মশান কালি মন্দির.
.
ফুলবাড়ী থানার ওসি এ কে এম খন্দকার মহিবুল জানান, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়দের কাছ থেকে যা জানতে পেরেছি, তাতে মনে হচ্ছে কোনো তান্ত্রিকই কালির মাথা নিয়ে গেছে। এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ পাই নাই। অভিযোগ আসলে তদন্ত করে অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।”. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: