ফুলবাড়ী, দিনাজপুর থেকে; দিনাজপুরের ফুলবাড়ীতে কেক কেটে,আলোচনা ও প্রীতিভোজের মধ্যদিয়ে বিজিবি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ৮ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ২টায় দিনাজপুর ফুলবাড়ীস্থ ২৯ বিজিবি’র সদর দপ্তর হলরুমে ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র আয়োজনে বিজিবির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা ও কেক কেটে ও প্রতিভোজের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়। বিজিবির প্রতিষ্ঠাবার্ষির্কী অনুষ্ঠানে ২৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মোঃ জাবের বিজ জব্বার এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) শাহিনুর ইসলাম,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহসহ বিজিবি‘র পদস্থ কর্মকর্তা,স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ,গন্যমান্যকর্মীগন উপস্থিত ছিলেন। .
ডে-নাইট-নিউজ / মো. হারুন-উর-রশীদ
আপনার মতামত লিখুন: