• ঢাকা
  • মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ১৯ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সিলেটে চীনা নাগরিক হত্যায় ১০ বছরের কারাদন্ড


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:৪৩ পিএম;
সিলেট, চীনা, নাগরিক, হত্যা, ১০, বছর, কারাদন্ড
সিলেটে চীনা নাগরিক হত্যায় ১০ বছরের কারাদন্ড

সিলেট প্রতিনিধি : সিলেটে চীনা নাগরিক ওয়েন্টাও ওয়েইয়ের (৪৮) খুনের ঘটনায় দেশটির আরেক নাগরিককে ১০ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এ রায় দেন। দন্ডপ্রাপ্ত ওই আসামির নাম জো চাও (৪০)।.

 .

 .

 .

 .

 .

 .


মামলা ও আদালত সূত্রে জানা গেছে, সিলেট নগরের পশ্চিম পাঠানটুলা এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন ওয়েন্টাও, জো চাওসহ ১২ চীনা নাগরিক। তাঁরা সবাই কুমারগাঁওয়ে বিদ্যুৎ প্ল্যান্টে কর্মরত ছিলেন। ২০২১ সালের ১৮ মে সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওয়েন্টাও ও জো চাওয়ের মধ্যে মারামারি হয়। এ সময় ওয়েন্টাওকে ছুরিকাঘাত করেন জো চাও। এতে ওয়েন্টাওয়ের মৃত্যু হয়। এ ঘটনার পরদিন ওয়েন্টাওয়ের স্ত্রী ওয়াং কিউ আই ইউজিং বাদী হয়ে সিলেটের কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় একমাত্র আসামি করা হয় জো চাওকে।.

 .

 .

 .

 .

 .

 .

 .


মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বুধবার (৬ নভেম্বর) রায় দেন বিচারক। রায়ের বিষয়টি নিশ্চিত করে মামলার বাদীপক্ষের আইনজীবী টিপু রঞ্জন দাশ জানান, বাদী এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। বাদীপক্ষের আইনজীবীরা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পেরেছেন। ওই আইনজীবী আরও জানান, মামলায় ১৪ সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষ্য দিয়েছেন। রায়ের সময় আসামি জো চাও আদালতে উপস্থিত ছিলেন।
 . .

ডে-নাইট-নিউজ /

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ