• ঢাকা
  • রবিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ভেনেজুয়েলাকে ধসিয়ে দিয়ে ফাইনালে আর্জেন্টিনা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ২৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৩৬ এএম;
ভেনেজুয়েলাকে ধসিয়ে দিয়ে ফাইনালে আর্জেন্টিনা
ভেনেজুয়েলাকে ধসিয়ে দিয়ে ফাইনালে আর্জেন্টিনা

জাতীয় দল থেকে শুরু করে যুব দলও মাঠের ফুটবলে দারুণ এক সময় পার করছে আর্জেন্টিনা। সম্প্রতি অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টেও সু-সময় পার করছে আর্জেন্টিনার যুবারা। .

গতকাল শনিবার ফাইনালে ওঠার লক্ষ্যে স্থানীয় সময় বিকাল সোয়া ৪টায় অনুষ্ঠিত ম্যাচে ভেনেজুয়েলাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে তারা। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে লড়াই করবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সাথে। ফাইনালে আলবিসেলেস্তেরা ব্রাজিলকে হারাতে পারলে পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলবে। .

কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে গ্রুপ বি’তে ছিল ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, ইকুয়েডর এবং পেরু। যেখানে আর্জেন্টিনা নিজদের প্রথম ম্যাচে পেরুকে ৩-০ গোলে, দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ৬-০ গোলে এবং তৃতীয় ম্যাচে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে সেমি নিশ্চিত করে। আর শেষ ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে আলবিসেলেস্তে যুবরা। .

সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে এদিন ডিলান ইচেভেরিয়া প্রথম গোল করে। দলের হয়ে দ্বিতীয় গোল করেন ইভান মন্টেরস। দলের হয়ে তৃতীয় ও ম্যাচের নিজের দ্বিতীয় গোলটি করেন ইভান মন্টেরস। আর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের শেষ গোল করেন মাতিয়াস বনিনো।. .

ডে-নাইট-নিউজ /

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ