কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে যুবলীগ নেতা ও ২৪ এর জুলাই বৈষম্য বিরোধী শিক্ষার্থী হত্যা মামলার আসামি মিজানুর রহমানকে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে পৃষ্ঠপোষক হিসাবে দেখে স্থানীয় বিএনপি ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের পক্ষ থেকে গভীর ক্ষোভ প্রকাশ করেন।.
.
উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে তোরাবগঞ্জ ক্লাবের আয়োজনে চলমান আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক যুবলীগনেতা মিজানুর রহমান চর লরেন্স ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক।.
.
বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর দমন-পীড়ন করেছেন এই মিজানুর রহমান। দীর্ঘদিন পলাতক থাকার পর কমলনগর থানা পুলিশ গত ১০ মার্চ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে হাজতে পাঠান। জামিনে মুক্তি পাওয়ার পর স্থানীয় কিছু বিএনপি'র নেতার সহযোগিতায় তিনি বনে গেছেন আরাফাত রহমান কোকো'র নামে চলা টুর্নামেন্টের পৃষ্ঠপোষক।.
.
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিএনপি'র নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ফ্যাসিস্ট হাসিনা'র নির্যাতনে আরাফাত রহমান কোকো মৃত্যু বরণ করলে তার বড় ভাই তারেক রহমান মৃত ভাইকে একনজর শেষ দেখার সুযোগ পর্যন্ত দেয়নি। আজ তাদের রক্তের উপর দাড়িয়ে কিছু নামধারী বিএনপি সে ফ্যাসিস্টের দোসর যুবলীগনেতাকে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে পৃষ্ঠপোষক হিসাবে রেখেছেন।.
.
তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন যুবলীগনেতা মিজানুর রমহানকে টুর্নামেন্ট পরিচালনায় পৃষ্ঠপোষক হিসাবে রাখার বিষয় নিশ্চিত করে বলেন, এটা একটা স্থানীয় টুর্নামেন্ট। খেলাধুলায় এসব বিষয় মাথায় রাখিনি।.
.
.
বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সি-সহ সভাপতি ও লক্ষ্মীপুর ফুটবল এসোসিয়েশন সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী বলেন, আমি ওখানে শুধুই অতিথি হিসাবে উপস্থিত ছিলাম। এমন কিছু জানলে এই অনুষ্ঠানে আমি থাকতাম না। তারপরও টুর্নামেন্ট পরিচালনা কমিটি কেনো এ ধরনের বিতর্কিত কাজ করবেন তা মানা যায় না।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: