এই বছরের বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি লিওনেল মেসি ও নেইমারের তবে এ তালিকায় স্থান পেয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। .
২০২২ সালের এই পুরস্কারের জন্য ছয় ধাপে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিন। বাংলাদেশ সময় গতকাল শুক্রবার রাত পৌনে ১২টায় শুরু হয় তালিকা ঘোষণা। গতবারের বিজয়ী মেসি ২০০৫ সালের পর এই প্রথম ৩০ জনের তালিকায় জায়গা পেলেন না। সংক্ষিপ্ত তালিকায় নেই মেসির পিএসজি সতীর্থ নেইমারও।.
আগামী ১৭ অক্টোবর প্যারিসে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে এবারের ব্যালন ডি’ অর। ব্যালন ডি অর ফুটবলারদের ব্যক্তিগত নৈপুণ্যের জন্য দেওয়া সবচেয়ে প্রাচীন পুরস্কার। ১৯৫৬ সাল থেকে ইউরোপের সেরা খেলোয়াড়কে ব্যালন ডি’ অর পুরস্কার দেওয়া চালু হয়। ১৯৯৪ সাল পর্যন্ত পুরস্কারটি শুধু ইউরোপের খেলোয়াড়দেরই দেওয়া হতো। ২০০৭ সাল থেকে ইউরোপের সেরা নয়, পুরস্কারটি দেওয়া হতে থাকে বিশ্বের সেরা ফুটবলারকে।.
.
আপনার মতামত লিখুন: