বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ২ আসনের (বিশ্বনাথ ওসমানীনগর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলীর পত্নী তাহসিনা রুশদির লুনা।.
.
মঙ্গলবার (৬ জানুয়ারি) ইলিয়াস পত্নী লুনার বাসভবনে সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।.
.
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী তাহসিনা রুশদির লুনা মতবিনিময় কালে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিশ্বনাথ ওসমানীনগর বাসীর সহযোগিতা, সমর্থন ও ভোটারদের ভোট প্রত্যাশা করে বলেন, দলের অনুমতিতে আমি এই আসনের গণ মানুষের প্রত্যাশা পূরণের অঙ্গিকার নিয়ে উন্নয়নের প্রতিশ্রুতিতে কাজ করছি। দীর্ঘ ১৭ বছর পর আমাদের সামনে গণতান্ত্রিক ব্যবস্থার ধার উন্মোচিত হয়েছে। সাধারণ মানুষের নির্বিঘ্নে ভোট প্রয়োগের সুযোগ এসেছে, এই সুযোগ কাজে লাগিয়ে তাদের কাঙ্ক্ষিত প্রতিনিধি নির্বাচিত করবে এবার। এম ইলিয়াস আলীর জনপ্রিয়তায় দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ আমাকে ভালোবাসে, তাদের এই ভালোবাসার প্রতিদান আমি অক্ষুন্ন রেখে এই জনপদের উন্নয়নে কাজ করব ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি জনগণের ভোটের সমর্থনে আগামী সংসদে বিএনপি সরকার গঠন করবে। আমরা সরকার গঠন করলে বিশ্বনাথ ওসমানীনগর উপজেলার সকল উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন হবে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইলিয়াস আলীর অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করা আমি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। কারিগরি শিক্ষা, বেকারত্ব দূরীকরণ, বাসিয়া নদীর দখল সমস্যার সমাধান, প্রবাসীদের সম্মানে কর্মসূচি গ্রহণ, রাজনৈতিক মতাদর্শের মানুষের সাথে সুসম্পর্ক রক্ষা এবং অপরাধ নির্মুলে আমি বলিষ্ঠ উদ্যোগ নেব। .
.
মতবিনিময় কালে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে সভাপতি দৈনিক সংগ্রাম, আমাদের সিলেট পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি ও বিশ্বনাথ বার্তা পত্রিকা ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাহীন উদ্দিন, জাতীয় দৈনিক মানবকণ্ঠ ও দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া, দৈনিক বিজয়ের কণ্ঠ'র বিশ্বনাথ প্রতিনিধি উপজেলা প্রেসক্লাবে যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলতাব হোসেন, জাতীয় দৈনিক আলোর দিগন্ত'র বিশ্বনাথ প্রতিনিধি ও আলোচিত বিশ্বনাথ লাইভ পেইজের পরিচালক ক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, স্বাধীন বাংলা পত্রিকা, গাংছিল টিভির বিশ্বনাথ প্রতিনিধি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কবি এস. পি সেবু, দৈনিক গণকণ্ঠ পত্রিকার মাল্টিমিডিয়া ও বিঅন টিভি ইউকে'র বিশ্বনাথ প্রতিনিধি উপজেলা প্রেসক্লাবে অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, অগ্নিশিখা পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি উপজেলা প্রেসক্লাবের সদস্য মোঃ ছালেক উদ্দিন, ক্লাবের সদস্য বিশ্বনাথ বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার এস এ সাজু ও মিডিয়াকর্মী রফিক আহমদ। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: