
টাঙ্গাইলের সখীপুর উপজেলার নবগঠিত বড়চওনা ইউনিয়নের বিন্নাখাইরা যশীয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।.
এসময় অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি প্রভাষক লায়লা'র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা শিক্ষা অফিসার রাফিউল ইসলাম ও অনুষ্ঠান উদ্ভোধন ঘোষণা করেন ০১ নং কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন দুলাল।.
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দিন ব্যাপি উৎসব ও আমেজের কমতি ছিল না, স্কুলের বাচ্চাদের নানামুখী খেলাধুলা,নাচ,গান,বিতর্ক প্রতিযোগিতাসহ বহিরাগত জনসাধারণের জন্য "চাচা আপন প্রান বাঁচা," "মোটরসাইকেল খেলা", "বালিশ খেলা সতীনের ছেলে কার কোলে",ও "পাতিল ভাঙ্গা" ইত্যাদি খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার তুলে দেওয়া হয়।.
এছাড়া অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নুরুল ইসলামসহ বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ বাবুল উপজেলা শিক্ষা অফিসার শ্রীপুর গাজীপুর,বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাহিনুর ইসলাম সহকারী উপজেলা শিক্ষা অফিসার সখীপুর ও অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বেলায়েত হোসেন লাবুসহ অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আঃ গফুর মিয়া,সহকারী শিক্ষিকা মীর জাহানারা আখতার,ইয়াসমিন আরা,সহকারী শিক্ষক আমিনুল ইসলাম,আরিফুল ইসলাম,অফিসসহকারী কর্মচারী,শিক্ষার্থী,অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, ক্রাইম রিপোর্টার খাঁন আহম্মেদ হৃদয় পাশাসহ বিভিন্ন ইউনিটির নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।.
অনুষ্ঠানের উদ্বোধক কাকড়াজানের চেয়ারম্যান দুলাল হোসেন তার বক্তব্যে বলেন,আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ,তাই তাদের মানুষের মত মানুষ হতে হবে,একজন মানবিক গুণসম্পন্ন মানুষই কেবল জাতির জন্য মঙ্গল বয়ে নিয়ে আসতে পারে, একজন শিক্ষার্থীর শারীরিক ও মানসিক মেধা বিকাশের জন্য শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের প্রয়োজন আছে।"কোন ছাত্রছাত্রী যদি টাকা পয়সা কিংবা কোন অসুবিধার জন্য পড়ালেখা না চালাতে পারে,অবশ্যই তিনি আমার সাথে যোগাযোগ করবেন,আমি তার সমস্ত দায়িত্ব নেব। দয়াকরে কেউ কোন শিক্ষার্থীকে বাল্যবিয়ে দেবেন না"। .
এসময় তিনি বাল্য বিয়ের কুফল ও মাদক মুক্ত সমাজ গঠনের জন্য গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। এর আগে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোঃ আঃ গফুর মিয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে গঠনমূলক আলোচনা করে বক্তব্য দেন।. .
ডে-নাইট-নিউজ /
কপিরাইট © 2015-2025 Dnnbd.com, ডে-নাইট গ্রুপের একটি অংঙ্গ প্রতিষ্ঠান।
Design & Developed by ICT Sky Ltd.
আপনার মতামত লিখুন: