• ঢাকা
  • রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

টানা দুইবার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৩৭ এএম;
টানা দুইবার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স
টানা দুইবার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স

রাশিয়ায় শিরোপা উৎসব করা ফ্রান্স ৪ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে।.

কাতার আসরে গতকাল বুধবার রাতে দ্বিতীয় সেমি-ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে পা রাখে ফ্রান্স। ম্যাচের ৪ মিনিট চমৎকার গোল করে দলকে এগিয়ে নেন এরনাদেজ। দ্বিতীয়ার্ধে বদলি নামার পরপরই ফ্রান্সের হয়ে দ্বিতীয় গোলটি করেন রন্দাল কোলো মুয়ানি।.

নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম তিনবার (১৯৫৮, ১৯৮২, ১৯৮৬) সেমিফাইনালে উঠে একবারও ফাইনালে খেলতে পারেনি ফ্রান্স। এরপর ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০০৬ আসরে হয় রানার্সআপ। পরে ২০১৮ সালে রাশিয়া আসরে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স।.

২০০২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ফ্রান্স। এখন ব্রাজিলের (১৯৫৮ ও ১৯৬২ আসরে জয়ী) ৬০ বছর পর প্রথম দল হিসেবে টানা দুইবার শিরোপা জয়ের হাতছানি তাদের সামনে। সেই লক্ষ্যে আগামী রোববার (১৮ ডিসেম্বর) আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা।
 . .

ডে-নাইট-নিউজ / রাফিজ হাছান

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ