• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কোন অঘটন নয়,জয় দিয়ে শুরু ব্রাজিলের বিশ্বকাপ অভিযান


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:১৩ এএম;
কোন অঘটন নয়,জয় দিয়ে শুরু ব্রাজিলের বিশ্বকাপ অভিযান
কোন অঘটন নয়,জয় দিয়ে শুরু ব্রাজিলের বিশ্বকাপ অভিযান

দোহার লুসাইল স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ০১ঃ০০ টায় ‘জি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হলো ব্রাজিল-সার্বিয়া।.

সৌদি আরবের কাছে হেরেছে আর্জেন্টিনা, এশীয় শক্তি জাপান হারিয়ে দিয়েছে জার্মানিকে। কানাডার বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেয়েছে বেলজিয়াম। সব মিলিয়ে তথাকথিত বড় দল-ছোট দলের অঙ্ক মেলানো যাচ্ছে না এ বারের কাতার বিশ্বকাপে। পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল,সার্বিয়ানদের হারিয়ে জয়ের অভিযান শুরু করল।.

প্রথমার্ধে সার্বিয়ার রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় ব্রাজিল। লিওনেল মেসি,ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর আকর্ষণ ছিল নেইমারকে ঘিরেই। এবার তারই মঞ্চে জোড়া গোলে ব্রাজিলের জয়ের নায়ক রিচার্লিসন,.

তবে প্রথম গোলের ক্ষেত্রে অবদান রয়েছে নেইমারেরও। দ্বিতীয় গোলটি অবিশ্বাস্য। সাম্বা ঝলক এবং ওভারহেড কিকে অর্থাৎ বাইসাইকেল কিক দেখালেন রিচার্লিসন। কোনও অঘটন নয়,জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করে দিলো ব্রাজিল।.

অ্যালেক্স স্যান্ড্রোর দূরপাল্লার শট,পোস্টে লেগে ফিরে আসে। অবশেষে ৬২ মিনিটে গোলের খাতা খুলল ব্রাজিল। বেশ কিছু পাস খেলে আক্রমণে ওঠে ব্রাজিলর। নেইমারের পাস ভিনিসিয়াসের দিকে। তার শট আটকে দেন সার্বিয়া গোলরক্ষক। ফিরতি বলে শট রিচার্লিসনের। সার্বিয়ান রক্ষণ নেইমারের দিকেই বেশি নজর রেখেছিল। ডান দিকে রিচার্লিসন আনমার্কড। ব্রাজিল বনাম সার্বিয়া ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য। খেলার ৭৪ মিনিটে দুর্দান্ত গোল করলেন রিচার্লিসন। বাম দিক থেকে আউটস্টেপে বল ভাসিয়েছিলেন ভিনিসিয়াস। প্রথমে বল রিসিভ করে দুর্দান্ত সাইডভলিতে বল জালে জড়ালেন ব্রাজিলের ফুটবলার।পরিসংখ্যান বলছে,বিশ্বকাপে ব্রাজিলের শেষ ১০টি গোল এসেছে দ্বিতীয়ার্ধেই।.

সার্বিয়ার বিশ্বকাপঃ-.

কাতার বিশ্বকাপের বাছাইয়ে নিজেদের গ্রুপে অপরাজিত ছিল সার্বিয়া। পর্তুগালের বিপক্ষে বাছাইয়ের শেষ ম্যাচে ৯০তম মিনিটে মিত্রোভিচের দেওয়া গোলে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয় সার্বিয়া। ২০০৬ সালে মন্তেনেগ্রো থেকে আলাদা দেশ হওয়ার পর কখনও গ্রুপ পর্বের বাধা পার করতে পারেনি সার্বিয়া।.

২০১৮ বিশ্বকাপেও মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও সার্বিয়া। ম্যাচটিতে ২-০ গোলে জেতে তিতের ব্রাজিল। বিশ্বকাপ ছাড়া আর একবারই একে অন্যের বিপক্ষে খেলেছে সার্বিয়া-ব্রাজিল। ২০১৪ সালের সেই প্রীতি ম্যাচে ১-০ গোলে জিতেছিল ব্রাজিল।.

২০১৪ সালে নেইমারের পর প্রথম ব্রাজিলিয়ান খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ম্যাচে জোড়া গোল করলেন প্রথমবার বিশ্ব মঞ্চে খেলতে নামা ২৫ বছর বয়সী ফরোয়ার্ড রিশার্লিসন। এদিকে ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলার নজির গড়লেন থিয়াগো সিলভা,তার বয়স এখন ৩৮।.

.

ডে-নাইট-নিউজ / স্পোর্টস ডেস্ক:

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ