• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কর জালিয়াতির মামলায় ৫ বছরের জেল হতে পারে নেইমারের


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৪৯ এএম;
কর জালিয়াতির মামলায় ৫ বছরের জেল হতে পারে নেইমারের
কর জালিয়াতির মামলায় ৫ বছরের জেল হতে পারে নেইমারের

কর জালিয়াতির মামলা দেওয়া হয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে ৫ বছরের জেল হতে পারে।.

২০২২ কাতার বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে এ খবরে বিপদে শুধু নেইমারই নয়; গোটা ব্রাজিল দলই দুশ্চিন্তায় পড়েছে।.

নেইমারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মামলা করেছে ব্রাজিলের লগ্নিকারী সংস্থা ডিআইএস। .

সংস্থাটির অভিযোগ, ২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার সময় করা চুক্তি স্বচ্ছ ছিল না। এমনকি ট্রান্সফার ফি নিয়েও কারচুপি হয়েছে। আগামী সোমবার এই ইস্যুতে স্পেনের আদালতে হাজির হতে হবে নেইমারকে। দোষ প্রমাণিত হলে অন্তত দুই বছরের জেল এবং জরিমানাও হতে পারে নেইমারের। .

এ বিষয়ে ডিআইএস গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, তারা নেইমারের ৫ বছরের কারাদণ্ডের জন্য আবেদন করবে।.

সংস্থাটির দাবি, নেইমারের ইমেজস্বত্বের ৪০ শতাংশের মালিকানা তাদের। ২০০৯ সালে নেইমার যখন সান্তোসের উঠতি তারকা, তখন ২০ লাখ ইউরোর বিনিময়ে নেইমারের স্বত্ব কিনে নেয় তারা। কিন্তু নেইমার এখন সেটা অস্বীকার করছেন। .

তাই মামলা ঠুকে দিয়েছে সংস্থাটি।  .

কর জালিয়াতির মামলায় নেইমারই একমাত্র আসামি নন। চুক্তির সঙ্গে সম্পৃক্ত নেইমারের বাবা-মা, বার্সেলোনার দুই সাবেক সভাপতি সান্দ্রোস রোসেল ও হোসে মারিয়া বার্তেমেউ এবং বার্সেলোনা ও সান্তোসের তৎকালীন কোচকেও দায়ী করা হয়েছে। বার্সেলোনায় আগামী ১৭ অক্টোবর শুরু হবে মামলার শুনানি।. .

ডে-নাইট-নিউজ / রাফিজ হাছান

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ