কমলনগরে, ২টি, ডায়াগনস্টিক সেন্টারে, ভ্রাম্যমান আদালত, জরিমানা
ডে-নাইট-নিউজ ;
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:০০ পিএম;
মোঃ নুর হোসেন,কমলনগর(লক্ষ্মীপুর)প্রতিনিধি: কমলনগরে ফজুমিয়ার হাট ডায়াগনস্টিক সেন্টার গুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। বুধবার বিকালে অভিযান পরিচালনার কথা শুনে রয়েল ল্যাব এন্ড ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ করে পালিয়ে যায় এবং প্রাইম ডায়ানষ্টিক সেন্টারের কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকায় সেখানে অভিযান পরিচালনা করা হয়নি। মেডিকেল টেকনোলজিষ্ট (রেডিওলজি) না থাকায় গ্রীন লাইফ ডায়াগনষ্টিক সেন্টারকে ১০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ন্ন রিয়েজেন্ট পাওয়াতে মা ডিজিটাল ল্যাব এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া পপুলার ডায়াগনষ্টিক এন্ড মেডিকেল সেন্টার ও নিরাম ডায়াগনষ্টিক সেন্টারে
সকল কাগজ পত্র আপডেট। এদের কোন অনিয়ম পাওয়াতে জরিমানা করা হয় নাই।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত হোছাইন এ জরিমানা আদায় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ ও স্যানেটারী ইন্সপেক্টর মো. রিয়াজ হোসাইন।
জানা যায়, কমলনগরে ২০টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে দীর্ঘদিন লাইসেন্স নবায়ন ছাড়া ও বিভিন্ন অভিযোগে কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হলে একাধিকবার স্বাস্থ্য কর্মকর্তা সর্তকতার নোটিশ দিলেও কোন প্রতিকার না হওয়ায় গত ৮ মে হাজিরহাট বাজারে অভিযান দেন। ওই সময় হাজির হাট মর্ডাণ মেডিটেক সেন্টার ৫০ হাজার, বিসমিল্লাহ মেডিকেল সেন্টার ২০ হাজার, স্কয়ার ডিজিটাল ল্যাব ২০ হাজার ও নিউ মেঘনা ডায়াগনস্টিক সেন্টার ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ বলেন, বিভিন্ন অনিয়নমে গ্রীন লাইফ ডায়াগনষ্টিক সেন্টারকে ১০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ন্ন রিয়েজেন্ট পাওয়াতে মা ডিজিটাল ল্যাব এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
.
ডে-নাইট-নিউজ /
আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ
আপনার মতামত লিখুন: