কাব্য কথার দিক বেদিকে চলতে হবে একা, হাজার মানুষ সঙ্গ দিবে তবুও তুমি একা। চলতে গিয়ে হঠাৎ পথে জনশূন্য সব, স্মরণ করে এগিয়ে চলো পাশে আছেন রব।.
রঙ্গমঞ্চে রঙিন পালক রঙ পুরালেই শেষ, টাকায় নাচে কাঠের পুতুল নেইকো তার রেশ। নিবিড় ঘন খেয়া নৌকা পাল তুলেছে তরী, বৈঠা হাতে একলা তুমি দার ছেড়েছে মাঝি।.
নিজের বলতে নিজের তুমি নিজেই তোমার সব, আশেপাশে বেজায় মানুষ শুধুই কলরব। মাঝে মাঝে হঠাৎ করেই উছলে পরে বেলা, তোমার মাঝেই একা তুমি নিয়তির কি খেলা।. .
ডে-নাইট-নিউজ / মারিয়া ভূঁইয়া
আপনার মতামত লিখুন: