দুই নয়নে বহে বারি
ডে-নাইট-নিউজ ;
প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:৪২ পিএম;
দুই নয়নে বহে বারি
শিশির বিন্দু ঝরি
মিজানুর রহমান মিজান
দুই নয়নে বহে বারি
শুধুই তোমার আশা করি
দিন কাটে না রাত কাটে না
করি আহাজারী।।
চক্ষু মেলে অথই জল
কখন জানি নৌকা অতল
তবু থাকে স্বপ্ন সচল
ভাসে অবারিত কল্পনা ধরি।।
পিছু ফিরে চায় না পাখি
অগ্রযাত্রা সাধন আঁকড়ে দেখি
পথ চলায় তার মন সুখি
অবিরাম তার ডানা ভারি।।
অনেক স্বপ্ন বুকে পুষি
স্বপ্ন-বাস্তবতার একে অন্যে দোষী
পাগল করে হয়নি খুশি
সুখ আনন্দে মজায় মন সুন্দরী।।
রোদ্র-ছায়া প্রলম্বিত মাখামাখি
হার-জিতে নিমগ্নতা লেখালেখি
একই মুদ্রার এপিট-ওপিট অদেখাদেখি
সূর্যালোকে শিশির বিন্দু ঝরি।।
ভাঙ্গে বেদনায়
মিজানুর রহমান মিজান
ডাকলেই কি পাওয়া যায়
রাগ-বিরাগ থাকে তো সেথায়।।
যতই ভালবাস দিয়ে মন প্রাণ
সে ওতো ইচ্ছা-অনিচ্ছা প্রবণ
অম্ল মধুর সুর তোলার অভিপ্রায়।।
তোমার স্বার্থে যা চাইবে
তার স্বার্থে তা কি মিলবে
অমিলে গরমিল নৈরাশ্য আশায়।।
কাক কুকিল রং রুপে মিল
সুর বৈশিষ্ট্যে প্রচুর অমিল
মিলন হবার স্বপ্ন দোলে নিরাশায়।।
গাড়ি চলে চাকার উপরে
আকাশ ছুয়ে বিমান ঘুরে
জলে কি আর শুধু নৌকা চালায়।।
কত স্বপ্নের জাল বুনি নানা রঙের সুতায়
শত স্বপ্ন ভাঙ্গে কত নিষ্ঠুর বাস্তবতায়
প্রেম দু’জনের ভাবে একে অন্যের, ভাঙ্গে বেদনায়।।
লেখক মিজানুর রহমান মিজান,প্রতিষ্ঠাতা ও পরিচালক চান মিয়া স্মৃতি পাঠাগার, রাজাগঞ্জ বাজার ৩১৩০, বিশ্বনাথ, সিলেট।মোবা০১৭১২৮৭৯৫১৬।।
.
ডে-নাইট-নিউজ /
সাহিত্য-সংস্কৃতি বিভাগের জনপ্রিয় সংবাদ
আপনার মতামত লিখুন: