• ঢাকা
  • মঙ্গলবার, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ; ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

শরতের এই আমি


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ০১ সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৭:১৩ পিএম;
শরতের এই আমি
শরতের এই আমি

** শরতের এই আমি **.

** সালমা বেগম **.

********************************.

নীল আকাশে ভেসে বড়ায় সাদা.

মেঘের ভেলা।.

দাঁড়িয়ে আমি মেঘ বালিকা রয়েছি.

বিকেল বেলা।.

ঝিরিঝিরি বইছে বাতাস কে গো.

তুমি!!!.

এলোমেলো খোলা চুলে দাঁড়িয়ে.

আমি.

অপলক নয়নে তাকিয়ে তুমি অমন করে.

কি দেখছো?.

তোমার হাতের রংতুলিতে আমারই.

ছবি আঁকছো ।.

মনের বনে ফুটলো কত শিউলি.

টগর ফুল,.

তুমি কি সেই স্বপ্নের পুরুষ? যাকে.

পাওয়ার জন্য হয়েছি ব্যাকুল.

মনের কোনে লুকিয়ে থাকা বেদনার.

ঝর তুললে.

মিষ্টি মধুর কথার ছলে হৃদয়.

কেড়ে নিলে.

কাশফুলের ঐ দোল লাগানো দৃশ্য.

আমি দেখি,.

মনের মাঝের রঙিন স্বপ্ন রং তুলিতে.

আঁকি।.

স্বপ্ন !!! তুমি আসবে কি ঐ শিউলী.

তলে ?.

তবে আমি খুব সকালে উঠে যাবো ফুল.

কুড়ানোর ছলে।.

শিউলি তলে ফুল কুড়াতে রোজ''ই.

আমি আসি।.

তাজা ফুলের গাঁথবো মালা ফুল.

নিয়ে তাই বসি,.

ফুলের মালা গেঁথে আমি হইলাম.

উদাসী।.

আসবে আমার প্রিয় জানি!! বলবে.

তোমাকেই ভালোবাসি।.

ম‌নের ব‌নে কাশফুলে!! বিছালো সাদা.

চাদর।.

দখিনা হাওয়ায় মন উতলা আসবে কখন!!! আলতো.

ছোঁয়ায় হাত বুলিয়ে করবো তোমায় আদর।.

তাং---৩১-০৮-২০২১ইং-----.

-------পটুয়াখালী-----.

.

ডে-নাইট-নিউজ / সালমা বেগম

সাহিত্য-সংস্কৃতি বিভাগের জনপ্রিয় সংবাদ