• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

উড়তে থাকা কিংসকে হারালো মোহামেডান


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৩ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:৩৪ পিএম;
উড়তে থাকা কিংসকে হারালো মোহামেডান
উড়তে থাকা কিংসকে হারালো মোহামেডান

টানা ৪শিরোপা জিতে পঞ্চম শিরোপা জয়ের মিশনে উড়তে থাকা বসুন্ধরা কিংসকে হারালো মোহামেডান। টানা ৫ ম্যাচ জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা সেই কিংসকে থামিয়ে দিলো মোহামেডান। তাও ড্র করে নয়, হারিয়ে।.

আজ শনিবার বসুন্ধরা কিংসের ঘরের মাঠ, কিংস অ্যারেনায় মোহামেডান ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকদের। নিজেদের মাঠ কিংস অ্যারেনায় এটি বসুন্ধরা কিংসের প্রথম হার।.

ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে ৩০ ম্যাচে কিংস অ্যারেনায় অপরাজিত ছিল অস্কার ব্রুজনের দল। .

৪০ মিনিটে মিনহাজুল আবেদিন রাকিব বাম দিক দিয়ে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে দুর থেকেই শট নিয়েছিলেন। কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকোর মাথার ওপর দিয়ে বল আছড়ে পড়ে জালে। এগিয়ে যায় মোহামেডান। বাকি ৫০ এবং বাড়িয়ে দেওয়া ১৩ মিনিট কিংস আপ্রাণ চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি। সময় যতো গড়িয়েছে ততই বেড়েছে উত্তেজনা। ফাউলের কারণে বারবার ম্যাচের ছন্দপতন হয়েছে।.

শেষ দিকে কিংসের একের পর এক আক্রমণ রুখেছে মোহামেডানের রক্ষণ। কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটনের সঙ্গে সংঘর্ষে মাথা ফেটে যায় মোহামেডানের গোলরক্ষক মো. সুজন হোসেনের। ব্যান্ডেজ মাথায় অনেকক্ষণ খেলা চালিয়েও যান তিনি।.

তবে শেষ পর্যন্ত আর পারেননি। ৮৮ মিনিটে সুজনের বদলি হিসেবে মাঠে নামেন দ্বিতীয় গোলরক্ষক সাকিব আল হাসান। তিনিও গোটা তিনেক শট রুখে দিয়ে গোলবঞ্চিত করেন কিংসকে।.

গোলকরা মিনহাজুল আবেদিন রাকিব বাম দিক দিয়ে বারবার ঢুকে রক্ষণ ভেঙ্গেছেন কিংসের। ম্যাচসেরা পুরস্কারও উঠেছে তার হাতে। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু রাকিবের হাতে তুলে দিয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।.

কিংসের বিপক্ষে এই জয়ে মোহামেডান দারুণভাবে ফিরে এসেছে শিরোপার লড়াইয়ে। ৬ ম্যাচ শেষে কিংসের পয়েন্ট ১৫। দ্বিতীয় স্থানে থাকা মোহামেডানের পয়েন্ট ১৪। লিগের ১০ দলের মধ্যে এখনো না হারা দুই দলের একটি মোহামেডান। অন্য দলটি রহমতগঞ্জ। তারা ৬ ম্যাচের ৬ টিই ড্র করেছে।. .

ডে-নাইট-নিউজ /

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ