• ঢাকা
  • রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আমার ওখানে


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:১১ এএম;
আমার ওখানে
আমার ওখানে

আমার ওখানে
মো. সায়েস্তা মিয়া 
.

আমার ওখানে আলোর মিছিল হতো
হতো গোলাপ কুড়ানোর প্রতিযোগিতা।
আমার ওখানে কবিতার হতো পাঠ,
হতো সবুজে সাজানো মাঠ ঘাট।.

আমার ওখানে রাক্ষুস ছিল না,
ছিল সাদা মনের সরল মানুষ।
আমার ওখানে কেউ কয়লা খেত না,
খেতো সবুজ সতেজ শাক ভাত।.

আমার ওখানে সোনা চোর ছিল না,
ছিল নির্লোভ পরোপককারী সুবোধ।
আমার ওখানে ছিল না মিথ্যে ভাষন,
আমার ওখানে ছিল শান্তির শাসন।.

আমার ওখানে খুবলে খেত না নারীর বুক,
আমার ওখানে ভিখারীর হাসতো দুটি চোখ।
আমার ওখানে ছিল শুধু স্বপ্ন দেখার দেশ,
আজ যা হারিয়ে হয়েছে নিরুদ্ধেশ।.

তা করেছে আমার দেশেরই মানুষ,
বড় লজ্জা আমার হয় না কেন হুস।. .

ডে-নাইট-নিউজ /

সাহিত্য-সংস্কৃতি বিভাগের জনপ্রিয় সংবাদ