• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আবারও হাসপাতালে ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলে


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০১:২১ পিএম;
আবারও হাসপাতালে ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলে
আবারও হাসপাতালে ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলে

কোলন টিউমারে আক্রান্ত ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলেকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে ৮১ বছর বয়সী এ সাবেক ফুটবলারের বর্তমান অবস্থা স্থিতিশীল।.

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কিছুদিনের মধ্যেই পেলেকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে। তিনি এখানে থেকেই তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। .

কোলন টিউমারের অপসারণের জন্য গত সেপ্টেম্বরে হাস্পাতালে ভর্তি করা হয়। গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পেলে জানিয়েছিলেন, তিনি সুস্থ আছেন।.

উল্লেখ্য, ১৯৫৮-১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জয়ের মাধ্যমে বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েন পেলে। ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল করার মাধ্যমে তিনি দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।. .

ডে-নাইট-নিউজ /

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ