• ঢাকা
  • রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন বেনজেমা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:২১ এএম;
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন বেনজেমা
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন বেনজেমা

ফ্রান্সের জার্সিতে আর খেলতে দেখা যাবে না করিম বেনজেমাকে। কারণ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন ফ্রান্সের তারকা স্ট্রাইকার করিম বেনজেমা।.

গতকাল সোমবার ফেসবুকে অবসরের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন রিয়াল মাদ্রিদ তারকা। তিনি লিখেছেন, 'আমি আমার গল্প লিখেছি এবং এটা এখানেই শেষ। ' পোস্টে ফ্রান্সের জার্সি গায়ে একটি ছবি পোস্ট করেছেন বেনজেমা।.

ইনজুরির কারণে এবার ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াডে নাম থাকা সত্ত্বেও কাতারে যাওয়া হয়নি বেনজেমার। চোট থেকে সেরে ওঠতে তাকে ক্যাম্প থেকেও ছেড়ে দেওয়া হয়। এরপর নিজ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে অনুশীলন করছেন তিনি।  .

ফ্রান্সের জার্সিতে ৯৭ ম্যাচে ৩৭ গোল করেছেন বেনজেমা। কিন্তু দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে দুটি ভিন্ন কারণে খেলতে পারেননি তিনি। প্রথমটি বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগে এবং পরেরটি ইনজুরির কারণে। অথচ মাসখানেক আগেই ব্যালন ডি'অর জিতেছেন তিনি। রিয়াল মাদ্রিদের জার্সিতে জিতেছেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা।. .

ডে-নাইট-নিউজ / রাফিজ হাছান

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ