• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আইনি লড়াই করতে দেশে ফিরছেন লামিছানে


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০২ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:১০ এএম;
আইনি লড়াই করতে দেশে ফিরছেন লামিছানে
আইনি লড়াই করতে দেশে ফিরছেন লামিছানে

ধর্ষণের অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামতে দেশে ফিরছেন সন্দীপ লামিছানে। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজে থাকা নেপালের এই তারকা লেগ স্পিনার দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।.

আজ ১ অক্টোবর লামিছানে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, আগামী বৃহস্পতিবার নেপালে ফিরবেন তিনি। পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন বলেও নিশ্চিত করেন।.

গত সেপ্টেম্বরে লামিছানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন এক কিশোরী। প্রাথমিক তদন্তের পর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। তিনি তখন সিপিএল খেলার জন্য ছিলেন ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছেন। তখন এই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে দ্রুত দেশে ফিরে পরিস্থিতির মোকাবেলা করার কথা বলেন লামিছানে। .

লামিছানে জানান, ২০২২ সালের ৬ অক্টোবর আমার দেশ নেপালে পৌঁছাব আমি। মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াইয়ের জন্য নেপাল পুলিশের  কাছে আত্মসমর্পণ করব।.

উল্লেখ্য, গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরপরই জরুরি সভা ডেকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) লামিছানেকে নিষিদ্ধ ঘোষণা করে। তখন দেশটির জাতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি।.

গত কয়েক বছরে বিশ্ব ক্রিকেটে নিজেকে নেপাল ক্রিকেটের উজ্জ্বল বিজ্ঞাপন হিসেবে পরিচিত করেছেন লামিছানে। নেপালের একমাত্র ক্রিকেটার হিসেবে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় খেলেছেন তিনি।.

আন্তর্জাতিক ক্রিকেটেও তার পারফরম্যান্স দুর্দান্ত। দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ওয়ানডে ৫০ উইকেট ও তৃতীয় দ্রুততম হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। নেপালের হয়ে ৩০ ওয়ানডে ও ৪৪ টি-টোয়েন্টি খেলেন তিনি।. .

ডে-নাইট-নিউজ /

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ