ফুলবাড়ীতে বিস্ফোরন মামলায় সাবেক জেলা পরিষদ সদস্য কামরু গ্রেফতার
ডে-নাইট-নিউজ ;
প্রকাশিত: বুধবার, ০২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৩:৩৭ পিএম;
ফুলবাড়ীতে বিস্ফোরন মামলায় সাবেক জেলা পরিষদ সদস্য কামরু গ্রেফতার
ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলা মামলায় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান শাহ্ (কামরু) (৫৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১জুলাই ) রাত ৮টায় ফুলবাড়ী পৌর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কামরুজ্জামান শাহ্, উপজেলার সুজাপুর গ্রামের মৃত খোরশেদ আলী শাহ্ এর ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং সাবেক জেলা পরিষদের সদস্য ছিলেন। ততকালিন আওয়ামী লীগের সময় স্থানীয় এমপির ছত্রছায়ায় এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করে আসছিলেন।
বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় বিস্ফোরক মামলার তদন্তে প্রাপ্ত আসামী হিসবে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল।
জানা যায়, চলতি বছরের গত ৪ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে। সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, বিস্ফোরক মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ (২ জুলাই) বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
.
ডে-নাইট-নিউজ /
আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ
আপনার মতামত লিখুন: