
দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ রবিবার (১১ মে) দুপুর সোয়া ১২টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল জব্দসহ মাসুদ রানা (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। আটক মাদক কারবারি মাসুদ রানা ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী কাজিহাল ইউনিয়নের আমড়া গ্রামের রজব আলীর ছেলে। থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল বলেন, পুলিশ সুপার মহোদয়ের নিদের্শনায় ওসি একেএম খন্দকার মহিব্বুলের নেতৃত্বে একদল পুলিশ ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুর শিবমন্দির ব্রক্ষ্মচারি এলাকায় অভিযান পরিচালনা করেন। .
.
.
এ সময় মাসুদ রানাকে আটক করে তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ১০০ বোতল ফেন্সিডিল জব্দ করাসহ তাকে আটক করা হয়। মাসুদ রানার বাড়ী সীমান্ত এলাকায় হওয়ায় সে দীর্ঘদিন থেকে চোরাপথে ফেন্সিডিল এনে বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল বলে সে স্বীকার করেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। তিনি বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে থানা পুলিশ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখা হবে। . .
ডে-নাইট-নিউজ / ফুলবাড়ী, দিনাজপুর
আপনার মতামত লিখুন: