মিজানুর রহমান মিজান.
.
নীতি আছে মুখে, কাগজে.
রীতি শুধু অমান্য কাজে.
নাই নীতির ধারা এ সময়ে।।.
কোন আশার আশে.
মন স্বপ্ন দেখে ভাল সাজে.
প্রীতিহীন নীতি,দু:খ বুকে লয়ে।।.
মন মানে না বাঁধা.
নির্বাসনে ভক্তি শ্রদ্ধা.
বিষাদে ঘুরে গুরু হয়ে।।.
নিরব রাতে ঘুম ঘুম প্রাতে.
ভাবি নিরলে হারালাম সাথে.
রীতি নীতির কথা ক্ষয়ে।।.
আর কি হবে না সুপ্রভাত.
আচরণে নাকি দীপ্তির আঘাত.
চিত্তে বোধ শ্রদ্ধা হারিয়ে।।.
. .
ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান
আপনার মতামত লিখুন: