• ঢাকা
  • শুক্রবার, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ; ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অনুমতিহীন জ্বালানি তেলের দোকানে অভিযান


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:২২ পিএম;
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অনুমতিহীন জ্বালানি তেলের দোকানে অভিযান
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অনুমতিহীন জ্বালানি তেলের দোকানে অভিযান

 .

সূর্য আহমেদ মিঠুন : স্টাফ রিপোর্টার ‎: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মঙ্গলবার (৮ জুলাই)  জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের যৌথ ভ্রাম্যমাণ আদালত নাসিক ০৬ নং ওয়ার্ড  গোদনাইল এলাকার পদ্মা ও মেঘনা ডিপোর আশেপাশের ৬ টি স্থানে অনুমতিহীন জ্বালানি তেলের দোকানে অভিযান চালিয়েছে।  
 
 
‎এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়, হাছিবুর রহমান, মনিজা খাতুন ও সিমন সরকার এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. নাজমুল হুদা ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির।
 
 
‎তথ‍্য সূত্রে আরো জানা যায়,  র‍্যাব-১১, বিজিবি ও জেলা পুলিশের সদস্যরা যৌথ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
 
‎তথ‍্য মতে, অভিযানে ৫০ লিটার অকটেন, আনুমানিক ১ হাজার ৮০ লিটার ডিজেল, ৬০০ লিটার ফার্নেস অয়েল ও একটি নকল রশিদ বই জব্দ করা হয়। এছাড়া চারটি মামলায় মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
 
‎সিনিয়র সহকারী সচিব মিল্টন রায় বলেন, আমাদের তথ‍্য মতে  গোদনাইল এলাকার পদ্মা ও মেঘনা ডিপোর আশেপাশের বিভিন্ন  স্থানে অনুমতিহীন জ্বালানি তেল বিক্রি করছিল। সেই তথ্যের ভিত্তি তে আজকের অভিযান ছিল।  অভিযানের কথা শুনে কিছু দোকান আগেই বন্ধ করে দেয়। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এবং  অবৈধ জ্বালানি ব্যবসা রোধে এই ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। 
.

ডে-নাইট-নিউজ /

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ