নীলফামারীর ডিমলায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে নিম্নমানের উপকরণ দিয়ে আইসক্রিম তৈরীর অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারখানার মালিককে ৮ হাজার ও ৪৫ ধারায় পণ্যের প্যাকেটের গায়ে মার্কার কলম দিয়ে মূল্য মুছে নতুন মূল্যের স্টিকার ব্যবহার করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ .
জানা গেছে, মঙ্গলবার (২-আগস্ট) দুপুরে উপজেলার সদর বাবুরহাট বাজারের মেইন রাস্তার পাশে আফজাল ইলেকট্রনিক্সে ওয়ালটন কোম্পানির কম্বাইন্ড সুইস বোড এর প্যাকেটে মার্কার কলম দিয়ে পণ্যের মূল্য মুছে নতুন মূল্যের স্টিকার ব্যবহার করার অপরাধে ২ হাজার ও টিএনটি রোডের ফরিদের আইসক্রিম কারখানায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে ঘন চিনি (সেকারিন) দিয়ে শিশু খাদ্য হিসেবে আইসক্রিম তৈরির অপরাধে ৮ হাজার মোট ১০ হাজর টাকা জরিমানা করেছে নীলফামারী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শামসুল আলম৷ .
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ওয়াহেদুল ইসলাম সহ ডিমলা থানার পুলিশ প্রশাসন।.
স্যানিটারী ইন্সপেক্টর ওয়াহেদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ওই আইসক্রিম তৈরির কারখানায় অসাধু উপায় অবলম্বন করে নিম্নমানের উপকরণ দিয়ে শিশু খাদ্য আইসক্রিম তৈরি করে আসছিলো৷ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর টিম গোপন সংবাদের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখে দুধের পরিবর্তে পাউডার দুধ, চিনির পরিবর্তে ঘণ চিনি অর্থাৎ সেকারিন, নারিকেলর পরিবর্তে সাদা ভূষি শুধু তাই নয় সাদা করতে দিচ্ছে নিম্নমানের ময়দা আর বিস্কিটের গুড়ো ও বিভিন্ন ধরনের রঙের কেমিক্যাল মিশিয়ে এসব আইসক্রিম তৈরি করছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট শামসুল আলম বলেন, এমন খাদ্য সামগ্রীর কারখানা সম্পর্ন অবৈধ আর এ ধরনের নোংরা পরিবেশে তৈরী অস্বাস্থ্যকর আইসক্রিম যদি শিশুরা খায়, তাহলে শিশুদের পেটের সমস্যা ও কিডনির মারাত্মক ক্ষতি হতে পারে। পরবর্তীতে আর যেন এভাবে নোংরা পরিবেশে অসাধু উপায়ে আইসক্রিম তৈরি করা না হয় এমন নিষেধাজ্ঞা দিয়ে কারখানার মালিককে সাবধান করেন। তিনি আরও বলেন, পণ্যের প্যাকেটে মূল্য ঢেকে দিয়ে নতুন মূল্যের স্টিকার ব্যবহার করার অপরাধে দোকান মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। . .
ডে-নাইট-নিউজ / জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: