• ঢাকা
  • শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কুৎসা রটাই


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ০৫ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:৪৮ এএম;
কুৎসা রটাই
কুৎসা রটাই

মিজানুর রহমান মিজান.

সামনে বসে গুণ গায়.

পিছনে চুরি বসায়.

এমন লোকের অভাব নাই।।.

এ মানুষ কাছে আসে.

স্বার্থ, প্রয়োজনে ভালবাসে.

কাজ হাছিলে তার দেখা নাই।।.

মানুষ চেনা বড় দায়.

না চিনে তুমি অসহায়.

ব্যর্থতায় জীবন হয় ছিনতাই।।.

সময় গেলে সময় পাবে না.

বেতালে চাকা ঘুরে না.

মরবে জীবন গাড়ি উল্টাই।।.

কাছে বসে রসে রসে.

গল্প সাধে প্রেম বিলাসে.

প্রাণে বধে খেলবে লাই।।.

মিথ্যুকের ছলনা বড়ই যন্ত্রণা.

ভাবলে আপনা, সবই কুমন্ত্রণা.

অবশেষে দুরে বসে যায় কুৎসা রটাই।।.

 . .

ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান

সাহিত্য-সংস্কৃতি বিভাগের জনপ্রিয় সংবাদ