• ঢাকা
  • রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ; ২৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কমলনগরে ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:৪১ পিএম;
কমলনগরে,  ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে,  ভ্রাম্যমাণ,  আদালতের অভিযান
কমলনগরে ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
কমলনগর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে রোগ নির্ণয়কারী প্রতিষ্ঠান ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ৮টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান এ আদালত। এসময় ৬টি ডায়াগনস্টিককে মোট এক লক্ষ চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলার করইতলা বাজারের  লাইফ লাইন(প্রাইভেট) হাসপাতাল ১০হাজার টাকা,ইনসাফ ডায়াগনস্টিক সেন্টারকে ৩০হাজার,হাই কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার, দেশ মা মাটি মেডিকেল সেন্টার-১০ হাজার,নিউ উপকুল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার, উপকুল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
 
 
 এ ছাড়া আর দুটো ল্যাবের কাগজ পত্র হালফিল থাকায় তাদের কোন জরিমানা হয় নাই। ২৮মে(বুধবার) উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  নির্বাহী ম্যাজিট্রেট আরাফাত হোসাইনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
 
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি)আরাফাত হোসাইন নানাবিধ অনিয়ম ও নির্ধারিত শর্ত লংঘন করায় ল্যাবগুলোকে শাস্তিমূলক অর্থদন্ড দিয়ে থাকেন।এ কর্মকর্তা জানান,কমলনগরে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার গুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
 
এ সময় উপস্হিত ছিলেন,কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সব্য সাচী নাথ,স্যানেটারি পরিদর্শক রিয়াজ হোসাইন,পুলিশ সদস্য ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
.

ডে-নাইট-নিউজ /

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ