• ঢাকা
  • সোমবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

অমর নীতি নৈতিকতায়


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:৩১ পিএম;
অমর নীতি নৈতিকতায়
অমর নীতি নৈতিকতায়

অমর নীতি নৈতিকতায়.

মিজানুর রহমান মিজান.

 .

সময় বয়ে যায়, রং বদলায়.

নদীর স্রোত বহে নিরালায়.

পরিবর্তন এনে দেয় কিনারায়।।.

হবার যা হয়ে যায়.

থাকে নাতো এক জায়গায়.

সাধ্যমতো সবই পাল্টায়।।.

সাপের খোলস বদলায়.

বাচ্চা জন্মাতে পাখি বাসা বানায়.

প্রতিবার তার প্রয়োজনের সাধ মিটায়।।.

গাছ তার প্রয়োজনে শাখা-প্রশাখা বাড়ায়.

সময়মতো ফুল ফল দিয়ে যায়.

আচম্বিতে একদিন মরে প্রমাণ রেখে যায়।।.

এ ধরার স্থায়িত্ব রয় বিলীনতায়.

স্বপ্ন সাধ থাকে অনেক অধরায়.

কর্মে মানুষ অমর নীতি নৈতিকতায়।।. .

ডে-নাইট-নিউজ /

সাহিত্য-সংস্কৃতি বিভাগের জনপ্রিয় সংবাদ