• ঢাকা
  • রবিবার, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ; ১৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি এডুকেশন এস্টাবলিশমেন্টশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:২৯ পিএম;
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি এডুকেশন এস্টাবলিশমেন্টশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি এডুকেশন এস্টাবলিশমেন্টশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণিচিকিৎসা ও প্রাণিসম্পদ বিজ্ঞান অনুষদের উদ্যোগে, বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা (ডব্লিউওএএইচ) এবং প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস)-এর সহযোগিতায় “অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) ভেটেরিনারি এডুকেশন এস্টাবলিশমেন্ট (ভিইই)” শীর্ষক এক সেমিনার রবিবার (১৯ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।.

 .


সেমিনারে সভাপতিত্ব করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহির মুহাম্মদ জাবের। বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, ড. মো. আবু সুফিয়ান এবং পরিচালক (এক্সটেনশন), ড. বেগম শামসুন্নাহার আহমেদ।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের প্রাণিচিকিৎসা ও প্রাণিসম্পদ বিজ্ঞান অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও উন্নয়ন সহযোগীসহ প্রায় ১০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। সেমিনারের মূল উদ্দেশ্য ছিল অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) প্রতিরোধে ভেটেরিনারি শিক্ষার ভূমিকা শক্তিশালী করা এবং বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থার “ডে ওয়ান কম্পিটেন্সিস” ধারণা প্রচার করা।.


সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার বক্তব্যে, ভেটেরিনারি শিক্ষার মান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন এবং শিক্ষকদের প্রতি আহবান জানান যেন তারা শিক্ষার্থীদের নিয়ে মাঠ পর্যায়ে অভিজ্ঞতা অর্জন এবং গবেষনা কার্যক্রম পরিচালনা করে।.


প্রধান অতিথি তার বক্তব্যে প্রাণিস্বাস্থ্য রক্ষায় গুরুত্ব প্রদান এবং বিশ্ববিদ্যালয়ের সাথে প্রাণিসম্পদ অধিদপ্তরের সমঝোতা স্মারক করার অভিমত ব্যক্ত করেন। এছাড়াও প্রত্যেক বিভাগে পরিপূর্ণ প্রাণিসম্পদ হাসপাতাল তৈরী ও ইউনিয়ন পর্যায়ে প্রাণিসম্পদ সম্পর্কীয় জনবল বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।.


এছাড়াও বক্তারা বলেন, বাংলাদেশে মানব ও প্রাণির ঘনত্ব, অ্যান্টিমাইক্রোবিয়ালের অতিব্যবহার ও দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বর্তমানে একটি বৈশ্বিক উদ্বেগের বিষয়। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা (ডব্লিউওএএইচ), খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি)-এর সহায়তায় “এমপিটিএফ” প্রকল্প সচেতনতা বৃদ্ধি, পাঠ্যক্রম উন্নয়ন ও দায়িত্বশীল ওষুধ ব্যবহারের ওপর কাজ করছে।.

 .


বক্তারা আরও বলেন, দায়িত্বশীল অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহার ও আধুনিক শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ পশুচিকিৎসকদের “ডে ওয়ান কম্পিটেন্সিস” অনুযায়ী দক্ষ করে তোলাই টেকসই সমাধানের মূল চাবিকাঠি। সচেতনতা, শিক্ষার আধুনিকায়ন ও আন্তঃখাত সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) মোকাবিলায় একটি মডেল দেশ হিসেবে অগ্রসর হতে পারবে। সেমিনার শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যৎ ভেটেরিনারি শিক্ষায় দায়িত্বশীলতা ও পেশাগত নৈতিকতার বিকাশে নবউদ্যমে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন, যা উপস্থিত সকলের মনে অনুপ্রেরণা ও গর্বের আবেশ ছড়িয়ে দেয়।.


জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়

 .

.

ডে-নাইট-নিউজ /

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ