• ঢাকা
  • শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ; ০৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কমলনগরে স্কলারশিপ বৃত্তি প্রদান ও অভিভাবকভাবক সমাবেশ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:৫১ পিএম;
কমলনগরে স্কলারশিপ বৃত্তি প্রদান ও অভিভাবকভাবক সমাবেশ
কমলনগরে স্কলারশিপ বৃত্তি প্রদান ও অভিভাবকভাবক সমাবেশ

‎কমলমগর (লক্ষ্মীপুর)  প্রতিনিধি : ‎লক্ষ্মীপুরের কমলনগরে স্কলারশিপ বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকালে উপজেলার চাইল্ড কেয়ার স্কুল এন্ড কলেজ এ অনুষ্ঠানের আয়োজন করেন। এতে বক্তব্য রাখেন, হাজিরহাট উপকূল সরকারি কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন তালুকদার,  কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু,  কানকিরহাট কলেজের সহকারী অধ্যাপক রুমন চন্দ্র দাস, বিশিষ্ট শিক্ষানুরাগী খোরশেদ আলম মেম্বার, লক্ষ্মীপুর জজকোর্টের আইনজীবী এড.এমরান হোসেন নিখিল, উপজেলা ছাত্র দলের সভাপতি  সাজ্জাদুর রহমান সাজু, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আবদুস শহিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. শাহিন, তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নেওয়াজ শরীফ রায়হান ও চাইল্ডকেয়ার স্কুলের একাডেমিক পরিচালক ও চরকালকিনি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক  ইয়াছিন মাহমুদ।.

 .

‎জানা যায়, ২০১৮ সাল থেকে চাইল্ড কেয়ার স্কুল এন্ড কলেজের যাত্রা শুরু হয়। বর্তমানে এ প্রতিষ্ঠানে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। জেনারেল শিক্ষার পাশাপাশি এ প্রতিষ্ঠানে নুরানি শিক্ষাও পড়ানো হয়। এ ভচর থেকে ১২ টি বিদ্যালয়ের সমন্বয়ে স্কলারশিপ বৃত্তি পরীক্ষার কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি ও সকল সহযোগিতায় পাশে আছেন জার্মান প্রবাসী রিয়াজ মাহমুদ সুমন। . .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ