• ঢাকা
  • বুধবার, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ; ২২ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

জয়পুরহাটে এএমআর স্কুল অ্যাওয়ারনেস অ্যান্ড বুক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:১৫ পিএম;
জয়পুরহাটে এএমআর স্কুল অ্যাওয়ারনেস অ্যান্ড বুক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম
জয়পুরহাটে এএমআর স্কুল অ্যাওয়ারনেস অ্যান্ড বুক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম

জয়পুরহাট প্রতিনিধি : স্বাস্থ্যঝুঁকির এক নীরব হুমকি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে জয়পুরহাটে এএমআর স্কুল অ্যাওয়ারনেস অ্যান্ড বুক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম হয়েছে।.

মঙ্গলবার জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) রাজিব কুমার বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিএআরএ (BARA) প্রতিনিধি ডা. জহুর আলী এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর, জয়পুরহাটের ড্রাগ সুপার (ভারপ্রাপ্ত), মোঃ তোফায়েল আহমেদ।.

 .

 .

বক্তারা বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা এএমআর আজকের পৃথিবীতে স্বাস্থ্যঝুঁকির এক নীরব হুমকি। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে নতুন প্রজন্মের জীবনে।.

পরে সাড়ে সাত শতাধিক শিক্ষার্থীর হাতে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে সচেতনতামূলক রঙিন পৃষ্ঠার কমিকস বই তুলে দেওয়া হয়।.

আয়োজকরা জানান, এই বই আনন্দের সঙ্গে জ্ঞানের আলো ছড়ানোর পাশাপাশি অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতন হওয়ার অনুপ্রেরণা জোগাবে ছোটদের মাঝে।.

সিভিল সার্জন ডাঃ আল মামুন বলেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ করা যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি অসম্পূর্ণ কোর্স শেষ না করাও এএমআর-এর অন্যতম কারণ। অতএব, এখন থেকেই ওষুধ ব্যবহারে সচেতন হতে হবে, নিজের স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব নিতে হবে নিজের হাতেই।.

অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতনতার গুরুত্ব অনুধাবন শেষে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীরা একমত হন এই সচেতনতার আলো ছড়িয়ে দিতে হবে পরিবারে, সমাজে এবং প্রতিটি বিদ্যালয়ে।.

.

ডে-নাইট-নিউজ /

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ