• ঢাকা
  • সোমবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ; ০৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

৩২বছরের শিক্ষকতা জীবনের অবসানে বিদায় সংবর্ধনা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১:১১ এএম;
৩২বছরের শিক্ষকতা জীবনের অবসানে বিদায় সংবর্ধনা
৩২বছরের শিক্ষকতা জীবনের অবসানে বিদায় সংবর্ধনা

নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি) শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এক অনন্য প্রধন শিক্ষক আব্দুর রহমান সেলিমের বিদায় জানাল  লক্ষ্মীপুরের কমলনগরস্থ চর জাঙ্গালিয়া খাসের হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিবার।.

 .

২ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৩২ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের পর অবসরে গেলেন এক নিবেদিতপ্রাণ শিক্ষক। তাঁর দীর্ঘ শিক্ষাসেবা ও অবদানকে স্মরণীয় করে রাখতে সহকর্মী ও শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হয় এক অনাড়ম্বর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।.

 .

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা পরিবারের অভিভাবক জনাব মোহাম্মদ সাজ্জাদ স্যার
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব প্রান্তিক সাহাউপজেলা রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর জনাব মোহাম্মদ শেখ আহম্মদ মজুমদারসদর লক্ষ্মীপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও কমলনগরের সন্তান জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন শাহীন,চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ জহিরুল ইসলামএলাকার বিশিষ্ট সমাজসেবক ও সাবেক সভাপতি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি জনাব মো. ছানা উল্যাহ তহসিলদারবাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জনাব মো. শামছুদ্দিন বাবুল, এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি জনাব আবদুল কাদের প্রমুখ।.

 .

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের  সভাপতিত্ব করেন  উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ টিপু সুলতান স্যার।.

 .

সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক জনাব মোহাং মঈনুল ইসলামফলকন মাওলানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মাকসুদুর রহমান, এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মো. জসিম উদ্দিন।শেষে বক্তারা  অবসরপ্রাপ্ত শিক্ষকের দীর্ঘ শিক্ষাজীবনের প্রশংসা করে বলেন,তিনি শিক্ষাক্ষেত্রে এক অনুকরণীয় দৃষ্টান্তস্থাপন করেছেন।.

সবাই মহান আল্লাহর নিকট দোয়া করেন তিনি যেন এই প্রিয় শিক্ষককে পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত দান করেন।. .

ডে-নাইট-নিউজ /

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ