দোয়া ও আলোচনার মধ্যদিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ফুলবাড়ী মুক্ত দিবস।
৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্বাধিনতা যুদ্ধে নিহত শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা ও দোয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা কমান্ডার আহম্মেদ হাসানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুদ্ধকালিক ৭ নং সেক্টরের জুনিয়র কমান্ডিং অফিসার সাবেক মন্ত্রী আলহাজ্ব মনসুর আলী সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ছামিউল ইসলাম। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ইছার উদ্দিন,মুক্তিযো্দ্ধা আবুল কাশেমসহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য : ১৯৭১ সালের আজকের এই দিনে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহীনী যৌথ ভাবে দখলদার পাক বাহিনীর সাথে, প্রাণপণ যুদ্ধ করে পাকিস্তানী হানাদার বহিনীকে পরাজিত কওে ফুলবাড়ী থেকে বিতাড়িত করে, ফুলবাড়ী এলাকা শত্রুমুক্ত করে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে এখানকার বীর মুক্তি যোদ্ধারা। এই জন্য প্রতিবছর ৪ ডিসেম্বর এইদিনে, ফুলবাড়ী হানাদার মুক্ত দিবস হিসেবে পালন করে আসছে এই এলাকার মুক্তিযোদ্ধারা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: