সিলেটের বিশ্বনাথের যুবক আমেরিকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত
ডে-নাইট-নিউজ ;
প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:৪৭ পিএম;
সিলেটের বিশ্বনাথের যুবক আমেরিকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত
মিজানুর রহমান মিজান,বিশ্বনাথ : আমেরিকার জারিকা শহরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সিলেটের বিশ্বনাথের ইফাজ আহমদ (২৭)। সোমবার (২৬ মে) আমেরিকা সময় রাত ৮টায় জারিকা শহরের একটি রাস্তায় এঘটনা ঘটে। নিহত ইফাজ আহমদ বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের দোহাল গ্রামের শফিক আলীর ছেলে। নিহতের বাসায় শোকের মাতম চলছে। কান্না থামছে না পিতা-মাতার। সবসময় হাসিখুশি থাকা ছেলেটি সুখের সন্ধানে আমেরিকা গিয়ে লাশ হলো।
এমন ঘটনা মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। মঙ্গলবার (২৭মে) সকালে আমেরিকায় নিহত ইফাজের দাফন সম্পন্ন হয়েছে। বাংলাদেশে থাকা নিহত ইফাজ আহমদের মামা শানুর মিয়া বলেন, আমেরিকায় ইফাজ আহমদ স্নাতক পাশ করে একটি প্রাইভেট কম্পানিতে কাজ করে আসছিল। তার বড় স্বপ্ন ছিল আমেরিকায় নতুন একটি বাসা ক্রয় করা। তার সে স্বপ্ন পূরণ হলনা। দুর্বৃত্তদের গুলিতে তার প্রাণ হারাতে হল। ইফাজ আহমদের পিতা-মাতাসহ পরিবারের সবাই আমেরিকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তিনি জানান, আমেরিকা জারিকা এলাকায় বাঙালি পাড়ায় দুটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে জরিমানার টাকা নিয়ে ওই দুই গাড়ির চালকের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। পরে দুটি পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষে রুপ নেয়। এতে গুলিবৃদ্ধ হয়ে ইফাজ আহমদ নিহত হয়। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৯টায় নিহতের জানাযার নামাজ শেষে সেখানে দাফন সম্পন্ন হয়। তিনি আরও জানান, তাদের কাছে আমেরিকা থেকে খবর আসে ইফাজ দুর্ঘটনায় পড়েছে। কী দুর্ঘটনা সেটি বোঝার আগেই খবর আসে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনা শোনার পর থেকে আমরা নির্বাক হয়ে যাই। এমন খবরের জন্য আমরা প্রস্তুত ছিলাম না।
.
ডে-নাইট-নিউজ /
অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ
আপনার মতামত লিখুন: