• ঢাকা
  • বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সিলেটে রাতে বৃষ্টি, দিনে অসহ্য গরম


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৭:০২ পিএম;
সিলেটে রাতে বৃষ্টি, দিনে অসহ্য গরম
সিলেটে রাতে বৃষ্টি, দিনে অসহ্য গরম

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেট গত দুদিন ধরে রাতে বৃষ্টি হলে দিনের বেলায় অসহ্য গরম সহয্য করতে হচ্ছে। মধ্যরাত থেকে বৃষ্টি হলেও দিনের বেলায় সকাল ৯ টার পর সূর্যের তাপমাত্রা বাড়তে থাকে। দেশের অন্যান্য জেলায় তুলনায় সিলেটে এখনও তাপমাত্র পরিস্থিতি স্বাভাবিক বলে জানা গেছে। তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে সিলেটের কায়িক শ্রমিকরা। গত কয়েক দিনের গরমে সিলেটে বেড়েছে ডায়রিয়া, জ্বরসহ বিভিন্ন  রোগ। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। পোলট্রি শিল্প ক্ষতিগ্রস্থ হচ্ছে। ফল-ফসল রক্ষা নিয়ে চাষিরা দুশ্চিন্তায়। দিকে সোমবারের পূর্বাভাসে  জানাগেছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী ভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ী ভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। মঙ্গলবারের (৩০ এপ্রিল) পূর্বাভাস প্রায় একই কথা বলা হয়েছে।.

.

ডে-নাইট-নিউজ /

আবহাওয়া বিভাগের জনপ্রিয় সংবাদ