• ঢাকা
  • রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সিলেটে বৃষ্টিপাত হয়েছে ৭ ঘণ্টায় ২৫ দশমিক ৪ মিলিমিটার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:৫৫ পিএম;
সিলেটে বৃষ্টিপাত হয়েছে ৭ ঘণ্টায় ২৫ দশমিক ৪ মিলিমিটার
সিলেটে বৃষ্টিপাত হয়েছে ৭ ঘণ্টায় ২৫ দশমিক ৪ মিলিমিটার

আবুল কাশেম রুমন,সিলেট:  সিলেটে বুধবার (২২ ফেব্রুয়ারী) রাত ৩ টা থেকে মোট ৭ ঘন্টায় সিলেটে বৃষ্টি হয়েছে ২৫ দশমিক ৪ মিলিমিটার । সিলেট আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে এমন বৃষ্টিকে স্বাভাবিক বলছে। অধিদপ্তর বলছে, মঙ্গলবার রাত ১২টা থেকে মূলত বৃষ্টিপাত শুরু হয় ঘুড়ি ঘুড়ি ভাবে। বুধবার থেকে মূল বৃষ্টি হয় রাত ৩টার দিকে। তবে সকাল ৭টা ১০ মিনিট পর্যন্ত হালকা বৃষ্টি হতে থাকে।.


গত ২৪ ঘণ্টায় ]বৃষ্টির পূর্বাভাস ছিল এবং আগামী ৪৮ ঘণ্টায়ও বৃষ্টিপাতের পূর্বাভাস আছে বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন। তিনি বলেন, ফেব্রুয়ারি মাসের বৃষ্টিপাতকে স্বাভাবিক বৃষ্টিপাত ধরা হয়। বৃষ্টিপাতের ফলে বাড়তে থাকা তাপমাত্রা কিছুটা প্রশমিত হয়। মঙ্গলবার সকাল থেকে সিলেটের আকাশ মেঘাচ্ছন্ন।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্ত ভাবে শিলা বৃষ্টি হতে পারে। 
 . .

ডে-নাইট-নিউজ /

আবহাওয়া বিভাগের জনপ্রিয় সংবাদ